২৫শে মে, ২০২২ খ্রিস্টাব্দ , ১১ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লাখো মুসল্লিদের তাওবা পড়ালেন বাংলাদেশ জমিয়তুল উলামা ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
রোববার আখেরী মোনাজাতের আগে আগত মুসল্লীদের তাওবা ও ইস্তেগফার করান আল্লামা মাসঊদ।
তওবা পড়ানোর সময় আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। তিনি এক, তার কোনো শরীক নেই। আরও সাক্ষ্য দিতেছি যে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আমি ঈমান আনলাম, তার উপর, তার ফেরেশতাদের উপর, আসমানী কিতাবসমূহের উপর,তার রাসূলদের উপর, আখেরাতের উপর এবং তাকদিরের উপর।
তিনি বলেন, আমি অন্তরের অন্তস্থল থেকে এক ইসলাম মেনে নিলাম। ইসলাম ছাড়া অন্য ধর্ম থেকে সম্পর্কচ্ছেদ করলাম।
এসববাক্য আগত মুসল্লি সবাইকে জপালেন।
তিনি উৎসাহিত করলেন কুফরী থেকে বাঁচার জন্য, চুরি, হত্যা, জ্বীনা বাঁচতে, অপবাদ ও মিথ্যা-প্রতারণা থেকে বাঁচতে। ধোঁকাবাজি থেকে বেঁচে থাকারও নির্দেশনা দিলেন তার মুরীদ ভক্তদের।
তিনি বলেন, আমরা সবসময় আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবো। আল্লাহর নাফরমানী করবো না। গোনাহ হলে সঙ্গে সঙ্গে তাওবা করবো। ইস্তেগফার করবো।