লাল নীল হলদিয়া পাখি | আমিন আশরাফ

লাল নীল হলদিয়া পাখি | আমিন আশরাফ

লাল নীল হলদিয়া পাখি | আমিন আশরাফ

বললে, আমি তাকিয়েছিলাম
অথচ চিনতে পারিনি! কিভাবে চিনবো বলো?
হিরন্ময়ের আলোতে আমার প্রেমিকাটাকেই
কখনো চিনতে পারিনি মধ্যরাতের দুধসাদা চাঁদের
আলোতে, হাজারো অভিসার- নিবেদনের পরেও।

এ কী তবে অভিযোগ! অনুযোগ তো আজকাল
খেই হারিয়েছে দেয়ালের পলেস্তরা খসে পড়ার মতো করে।
নিজেকে মূল্যমান দেখাতে গিয়ে সময় আমাকে
করেছে বিলুপ্ত হয়ে যাওয়া উটপাখি। স্থবির আকাশে
এক চিলতে ছায়াপথ হয়ে ঝুলে থাকার চিন্তায় হয়েছি
বেকারার অস্থির ভুলকা।

দিনকে দিন রঙিন হয়ে যাচ্ছে তোমার চারপাশ
আশাহত জীবনে দেবদাসের সেবাদাসির বাসনা
কেবলই মিছামিছি তুপাতি খেলা। এখানে হৃদয়ঘটিত
কোনো ব্যাপার নেই, নেই হারিয়ে যাবার ক্ষোভ অনুসঙ্গ।

লাল নীল হলদিয়া পাখি হতে তোমার ভালো লাগে!
তবে হতে থাকো, আমি কেবল পরিযায়ী পাখির মতো
তোমাকে গুণে যাবো এক দুই তিন করে। নিঃসঙ্গতার
কপাটভাঙা রাতে আত্মহত্যার মতো মহাপাপ অবলীলায়
করা যায়, যেখানে অরুণাচল থমকে দাঁড়ায়
তোমার আকষ্মিক যিয়ারতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *