শবেবরাতের নামাজ পড়তে গিয়ে প্রাণ হারালেন রবিউল

শবেবরাতের নামাজ পড়তে গিয়ে প্রাণ হারালেন রবিউল

চট্টগ্রাম প্রতিনিধি : পবিত্র শবেবরাত উপলক্ষে মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার পথে পিকআপ উল্টে না ফেরার দেশে চলে গেলেন রবিউল ইসলাম লেদু (২৫) নামে এক যুবক।
মঙ্গলবার রাত ২টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় পিকআপ উল্টে মারা যান তিনি।

নিহত রবিউল ইসলাম নগরের বাকলিয়ার রাজাখালী এলাকার সালেহ আহমদের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই শীলব্রত বড়ুয়া জানান, নামাজ পড়ে মসজিদ থেকে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় পিকআপ উল্টে এক যুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *