শহীদ ভাইয়ের অমর স্মৃতি । জালাল খান ইউসুফী
এই যে ভাষা বাংলা ভাষা মায়ের মুখের হাসি
বাংলা ভাষা মা ও মাটি অনেক ভালোবাসি।
পূর্ব পাকিস্তান ছিলো ঠিক একদিন এই দেশ
জিন্না সাহেব করেন সেদিন নতুন বাণী পেশ।
রাষ্ট্র ভাষা বাংলা হবে বিকল্প এর নাই
বাংলাভাষি ছাত্র যুবক গর্জে ওঠে তাই।
মজুর কুলি কামার চাষী এক কাতারে এসে
প্রতিবাদে মুখর হলো বাংলা ভাষার দেশে।
রাষ্ট্র ভাষা বাংলা হবে বঙ্গ জাতির ভাষা
বাঙালিদের এমন ডাকে শব্দ ওঠে শাঁশা।
নতুন করে শাষক শ্রেণি হুকুম করে ভারি
মিছিল মিটিং নিষেধ করে কার্ফ্যু করে জারি।
কার্ফ্যু ভেঙে মিছিল করে বীর সাহসী জাতি
ছাত্র যুবক কৃষক মজুর মিছিল করে তাঁতী।
সেই মিছিলে হামলা করে মিটায় মনের ঝাল
মিছিলকারীর রক্ত ঝরে মিছিল হলো লাল।
লাশ হয়ে যায় রফিক শফিক অনেক মানিক সোনা
রক্ত দিয়ে স্বাধীনতার বিজ হয়ে যায় বোনা।
রাষ্ট্র ভাষা বাংলা হলো একুশে ফেব্রুয়ারি
শহীদ ভাইয়ের অমর স্মৃতি ভুলতে কী আর পারি?