পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর সুযোগ্য খলীফা, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের পবিত্র বুখারী শরীফের শেষ দরস প্রদানের মধ্য দিয়ে রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ায় অবস্থিত জামিআ ইকরা বাংলাদেশের দাওরায়ে হাদীসের শিক্ষাসমাপনী, পুরস্কার বিতরণী ও খতমে বুখারী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ইকরা ঝিল মসজিদ কমপ্লক্সে হাজারো মুসল্লির উপস্থিতিতে জামিআ ইকরার খতমে বুখারী অনুষ্ঠিত হয়।
কাকরাইল সার্কিট হাউজ মসজিদের খতীব ও জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জামিআ ইকরা বাংলাদেশের সিনিয়র মুহাদ্দিস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাওলানা হুসাইনুল বান্না।
বুখারী শরীফের শেষ হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে শাইখুল হাদীস বলেন, ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী সুবহানাল্লাহিল আজীম’। এই দুটি শব্দের মধ্যে আল্লাহ তাআলার যাবতীয় নাম ও গুণাবলীর সমারোহ ঘটেছে। এ দুটি শব্দ উচ্চারণে অনেক হালকা হলেও আখিরাতে মীযানের পাল্লায় অনেক ভারী হবে। এতো ভারি হবে যে, বান্দার গুনাহের ওজনে নুয়ে পড়া মিযানের পাল্লা ওজনশূণ্য হয়ে পড়বে।
আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ইমাম বুখারী (রহ.) নিয়তের হাদীসের মাধ্যমে তার ‘সাহীহ বুখারী’ শুরু করেছেন। কারণ জীবনের সর্বক্ষেত্রে নিয়ত অগ্রগণ্য। নিয়ত ঠিক থাকলে কখনো সামান্য আমলও অনেক ওজনদার হয়ে যায়। আবার অনেক বড় আমলও নষ্ট হয়ে যায় নিয়তের বিশুদ্ধ না থাকার কারণে। নিয়তের হাদিস প্রথমে এনে ইমাম বুখারী (রহ.) আমলের গুণাগুণ বৃদ্ধির প্রতি ইশারা করেছেন। তাই আমরাও চেষ্টা করবো জীবনের সর্বক্ষেত্রে নিয়তকে শুদ্ধ করার।
বুখারী শরীফের শেষ হাদীসে ‘আমলনামা পাল্লায় ওজন করা’ প্রসঙ্গের ব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, বিজ্ঞানীরা এক সময় বলতো, যে সব জিনিসের আকৃতি নেই, দৈর্ঘ্যপ্রস্থ নেই, সে সব জিনিসের ওজন করা যায় না, মাপা যায় না, তাই আমলনামাও মাপা যাবে না। কিন্তু ইমাম বুখারী (রহ.) বহু আগে প্রমাণ করেছেন যে, অস্তিত্বহীন জিনিষকেও পরিমাপ করা যায়। ইমাম বুখারী যেটা তার যামানায় প্রমাণ করেছেন, বিজ্ঞানীরা কিছুকাল আগে সেটা প্রমাণ করেছে।
অনুষ্ঠানে জামিআর ফারেগীন ছাত্রদের অভিভাকদের যৌথভাবে সম্মাননা স্মারক তুলে দেন শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ ও জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ।
খতমে বুখারির অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব ও জামিআ ইকরা বাংলাদেশের সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম কাসেমী, ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নির্বাহী সভাপতি, জামিআ ইকরা বাংলাদেশের উন্নয়ন ও প্রশাসনিক মুহতামিম, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের জানেশীন মাওলানা সদরুদ্দীন মাকনুন, জামিআ ইকরা বাংলাদেশের সিনিয়র মুহাদ্দিস মুফতি সাইফুল ইসলাম, মুফতি হামিদুর রহমান, মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: মাওলানা মাহমুদ মাদানীর উপস্থিতিতে জামিআ ইকরার খতমে বুখারী অনুষ্ঠিত