২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি

শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা হবে : আইজিপি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সবার সম্মিলিত চেষ্টায় নিরাপদে ও শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডেতে বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

আইজিপি বলেন, ইজতেমাকে কেন্দ্র করে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, প্রশাসন, ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর ব্যবস্থা গ্রহণ করেছে।

ইজতেমার আয়োজকদের উদ্দেশ্যে আইজিপি বলেন, উভয় পক্ষকে নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ইজতেমা করতে হবে।

সভাপতির বক্তব্যে আইজিপি ইজতেমাস্থলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এবার ইজতেমাস্থলের নিরাপত্তায় পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, নৌ টহল, বিস্ফোরক দ্রব্য বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত টিম দায়িত্ব পালন করবে।

সভায় উপস্থিত তাবলীগের মুরুব্বিরা ইজতেমাকে কেন্দ্র করে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

ঢাকার অদূরে টঙ্গীতে ১৩-১৫ জানুয়ারি এবং ২০-২২ জানুয়ারি-এই দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com