২৬শে ফেব্রুয়ারি, ২০২১ ইং , ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ , ১৩ই রজব, ১৪৪২ হিজরী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে সব কিছু নিয়ন্ত্রণে থাকায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। শিক্ষা সচিব ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ নোটিশ পাঠানো হয়।
সোমবার (১১ জানুয়ারি) রেজিস্ট্রি ডাকযোগে গাজীপুর সদরের এক শিক্ষার্থীর পিতা মো. আব্দুল কাইয়ুম সরকারের পক্ষে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী।
নোটিশে বলা হয়, করোনার কারণে গত বছরের ২৫ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ পর্যন্ত ১১ বার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নোটিশ দিয়েছে সরকার। দীর্ঘ দিন স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের উপর বিরূপ প্রভাব পড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, খুব শিগগিরই সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তাই আগামী ১৬ জানুয়ারির পর আর কালবিলম্ব না করে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে নোটিশে আহ্বান জানানো হয়। নয়তো প্রতিষ্ঠানিক শিক্ষার্থীরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে।
/এএ