পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পৌষ মাসের শুরুতে হঠাৎই জেঁকে বসেছে শীত। ঢাকা, রাজশাহী, পাবনা, নওগাঁ, কুড়িগ্রাম, নীলফামারি, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে মৃদ শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এসব অঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ৭.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
চলমান শৈত্যপ্রবাহ বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস দৈনিক বলেন, ‘২১ ডিসেম্বর শনিবার পর্যন্ত তাপমাত্রা নিচের দিকে নামতে থাকবে। এরপর তাপমাত্রা সামান্য বাড়লেও এই পরিস্থিতি অব্যাহত থাকবে ২৫/২৬ ডিসেম্বর পর্যন্ত।’
পূর্বাভাসে বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাজশাহী, পাবনা, নওগাঁ, কুড়িগ্রাম, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।