২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমামের ইন্তেকালে আল্লামা মাসঊদের শোক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম ক্বারী আব্দুস সালাম গোলাপের ইন্তেকালে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, ক্বারী আব্দুস সালাম খুব সহজ-সরল সাধারণ আমলী মানুষ ছিলেন। আমার সাথে তার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। পবিত্র রমজানের এই মাগফিরাতের দিনে ইফতারের পর আচমকা তাঁর মৃত্যুতে আমি ব্যথিত।

সোমবার (১০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তাআলার দরবারে দুআ করি, আল্লাহ তাআলা তাঁর সকল দীনী খেদমতকে কবুল করুন এবং মাগফিরাতের সাথে তাঁকে জান্নাত নসিব করুন।

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তাআলা তাঁর সন্তান-সন্তুতি, পরিবারবর্গ, ছাত্র-শাগরেদ, ভক্ত-অনুরক্তদের শোক সইবার ও ধৈর্যধারণের তাওফিক দান করুন।

উল্লেখ, কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম ক্বারী আব্দুস সালাম গোলাপ সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় স্ট্রোক করলে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শোলাকিয়া ঈদগাহ কমিটি পরিচালনা পর্ষদের সদস্য এনায়ের করিম ওমি জানান, মঙ্গলবার (১১ এপ্রিল) বাদ জোহর শোলাকিয়া ঈদগাহে জানাজা শেষে ক্বারী আব্দুস সালামকে শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দাফন করা হবে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com