`সকল সিঙ্গেল লাইনকে ডাবল লাইনে রূপান্তর হবে’

`সকল সিঙ্গেল লাইনকে ডাবল লাইনে রূপান্তর হবে’

নিজস্ব প্রতিবেদক ● রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, বর্তমান সরকার দেশের সিঙ্গেল লাইন রেলওয়ের সেকশনসমূহকে ডাবল লাইনে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করেছে।

সোমবার সংসদে জাতীয় পার্টির মো. নুরুল ইসলাম ওমরের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, রেলওয়ে সেকশনসমূহকে ডাবল লাইনে রূপান্তরের লক্ষ্যে প্রাথমিকভাবে দেশের গুরুত্বপূর্ণ রেলওয়ের করিডোরসমূহকে ডাবল লাইনে রূপান্তরের কার্যক্রম শুরু করা হয়েছে।

মুজিবুল হক বলেন, দেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে করিডোরকে ডাবল লাইনে উন্নীতকরণ কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে টংগী-ভৈরববাজার (৬৪ কিঃ মিঃ) এবং লাকসাম-চিনকীআস্তানা (৬১ কিঃ মিঃ) ডাবল লাইনে উন্নীত করা হয়েছে।

তিনি বলেন, রেলওয়ে এ্যাপ্রোচসহ ২য় ভৈরব ও ২য় তিতাস সেতুর নির্মাণ কাজ চলমান রয়েছে, যা অনতিবিলম্বে শেষ হবে।

মন্ত্রী বলেন, আখাউড়া-লাকসাম (৭২ কিঃ মিঃ) রেললাইন ডাবল লাইনে উন্নীত করার জন্য বাস্তবায়ন কাজ ২০১৬ সালের জুন থেকে শুরু হয়েছে যা আগামী ২০২০ সাল নাগাদ শেষ হবে।

patheo24/mr

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *