সবজি বিক্রি ছেড়ে সফল মাদক ব্যবসায়ী!

সবজি বিক্রি ছেড়ে সফল মাদক ব্যবসায়ী!

সবজি বিক্রি ছেড়ে সফল মাদক ব্যবসায়ী!

পাথেয় রিপোর্ট :: মানুষ কতকিছুতে সাফল্য খোঁজে ফিরে। মোহাম্মদ হোসেন ওরফে ভুট্টুু বিক্রি করতেন সবজি। এবার তিনি আরও বড় হওয়ার জন্য বেঁচা শুরু করেছেন মাদক। অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় রাজধানীর বিমানবন্দর থানাধীন কাওলা এলাকা থেকে ১৮ হাজার ৪৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন- মোহাম্মদ হোসেন ওরফে ভুট্টুু (৪৯) ও জাহেদ (৩২)।

বছরের প্রথম দিন রাত ৮টার দিকে র‌্যাব-১ এর একটি দল কাওলা ফুটওভার ব্রিজের পূর্বপাশের মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে।

র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল শাফী উলাহ বুলবুল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছে, তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকায় নদী পথে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মিায়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসে। পরবর্তীতে ইয়াবার চালানগুলো বিভিন্ন পরিবহনে করে রাজধানী ঢাকাসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করা হয়। এই চক্রের অন্যতম সদস্য কক্সবাজারের এক মাদক ব্যবসায়ী।

জিজ্ঞাসাবাদে হোসেন জানিয়েছেন, তিনি সবজি বিক্রি করেন। তার আগে তিনি এলাকায় রিকশা চালাতেন। সবজি বিক্রির পাশাপাশি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি। এরআগে ৮/১০টি মাদকের চালান রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় সরবরাহ করেছেন তিনি। চালান প্রতি মাদক ব্যবসায়ীরা তাকে ৪০ হাজার টাকা করে দিতেন।

জাহেদ জিজ্ঞাসাবাদে জানান, সে একটি পরিবহনে সুপারভাইজার হিসেবে চাকরি করেন। সুপারভাইজারের চাকরির পাশাপাশি হোসেনের মাধ্যমে মাদক ব্যবসায় জড়ান তিনি। মাদকদ্রব্য পরিবহনে তিনি হোসেনকে সহযোগিতা করেন। তিনি ৫/৬ টি মাদকের চালান রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় সরবরাহ করেছেন। চালান প্রতি মাদক ব্যবসায়ীরা তাকে ২৫ হাজার টাকা করে দিতেন।

গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *