১৩ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ , ১৪ই মহর্রম, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজারের গভীর বঙ্গোপসাগর থেকে নারী ও শিশুসহ ৫৭ জন রোহিঙ্গা ও একজন স্থানীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে।
এ সময় পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
প্রাথমিকভাবে উদ্ধার হওয়া রোহিঙ্গারা উখিয়া- টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।
র্যাবের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, এ বিষয়ে শুক্রবার বিকেল চারটায় কক্সবাজার র্যাব -১৫ এর কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এর আগে সোমবার ( ২১ মার্চ) রাতে একইভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের মহেশখালীর সোনাদীয়া দ্বীপ থেকে ১৪৯ জন রোহিঙ্গা নারী,পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৭৩ জন নারী, ২৩ জন শিশু ও ৫৩ জন পুরুষ রয়েছে। পর দিন মঙ্গলবার তাদের নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্য চট্টগ্রাম পাঠানো হয়। সেখান থেকে তাদের নৌবাহিনী জাহাজে করে ভাসানচর নিয়ে যাওয়া হয়েছে।