সাভারে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

সাভারে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

পাথেয় রিপোর্ট : ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে নারী ও এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ যাত্রী।

১৭ ডিসেম্বর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাড়কের প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল জানান, নবীনগর থেকে ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাস বিপিএটিসির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে নারী ও ৫ বছরের এক শিশু নিহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা মা ও মেয়ে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। তবে ঘটনার পর থেকেই ঘাতক চালক পালাতক রয়েছে।

এদিকে রাজধানীর ওয়ারী থানার জয়কালী মন্দির এলাকায় মোটরসাইকেল আরোহী মো. ইব্রাহিম (২৮) নামে এলিট ফোর্স সিকিউরিটির নাইট ইন্সপেক্টর অজ্ঞাত পরিবহনের ধাক্কায় নিহত হয়েছেন।

মুমূর্ষু অবস্থায় ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই ) আব্দুল্লাহ আল মাসুদ তাকে উদ্ধার করে সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাসুদ জানান, অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মোটরসাইকেল আরোহী পড়ে থাকলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে টাঙ্গাইলের ঘাটাইলে বাস ও মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (১‌৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন -মাহিন্দ্রের চালক শামষূল হক ও সহকারী শ্যামল। ঘাটাইল থানার ওসি মাসুদুল হক জানান, দুপুরে পাবনা থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শামসুল হক নিহত ও চারজন আহত হন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন শ্যামল ও অজ্ঞাত আরও এক ব্যক্তির মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *