পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সার্বিয়ায় স্কুল শিক্ষার্থীদের বহনকারী বাসকে একটি ট্রেন ধাক্কা দিলে সেটি দ্বিখণ্ডিত হয়ে যায়। এতে পাঁচজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন বলে জানা যায়।
পুলিশ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় নিস শহরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে দুজন কিশোর মৃত্যুর সঙ্গে লড়ছে। স্থানীয় গণমাধ্যম জানায়, ঘটনাস্থলেই এক শিশু ও দুজন পূর্ণবয়স্ক ব্যক্তি মারা গেছে। বাকি দুজন মারা গেছে হাসপাতালে।
সার্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানান, আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক; এদের মধ্যে আটজনই কিশোর-কিশোরী।
সূত্র: বিবিসি, এবিসি নিউজ