পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘সব শরণার্থী যাতে নিজ ঘরে ফিরতে পারে সে চেষ্টা চলছে’ বলে জানিয়েছেন সিরিয়া পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম। বিশ্ব খাদ্য কর্মসূচির পরিচালক ডেভিড বিসলে’র সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেছেন তিনি।
বিধ্বস্ত সিরিয়ার বাসিন্দারা পৃথিবীর বিভিন্ন দেশে শরনার্থী হয়ে গেছেন নানা সময়ে। সিরিয়ার ভয়াবহ যুদ্ধাবস্থা একসময় ধারাবাহিক রুশ বিমান হামলা ও নানা সঙ্কটের কারণে সিরিয়ানদের জীবনে নেমে এসেছে অন্ধকার। এখনো পৃথিবীর বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে বাস করছেন তারা। তথ্য অনুযায়ী, বিশ্বের ৪৫টি দেশে ৭০ লাখ শরণার্থী বাস করছে। এই বিশাল জনগোষ্ঠী অত্যন্ত দুঃখের সাথেই তাদের জীবন যাপন করছে। বিভিন্ন সময় প্রকাশিত খবরে দেখা যায় দেশে ফেরার জন্য তারা উদগ্রীব।
এবার তাদেরকে নিজ ঘরে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে বলে জানালেন সিরিয়া পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম। এ খবরে একটু হলেও আশ্বাস পাবে মাতৃভূমি ছেড়ে অন্যত্র থাকা সিরীয় শরণার্থীরা।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, শরণার্থীসহ দেশের সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জীবন ব্যবস্থা উন্নত করার জন্য সরকার সব ধরণের চেষ্টা চালাচ্ছে। এ ক্ষেত্রে বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতার প্রশংসা করেন তিনি।
এ সময় খাদ্য কর্মসূচির পরিচালক ডেভিড বিসলে বলেন, শরণার্থীদের সহযোগিতা করার ক্ষেত্রে সিরিয়ার সরকারের ভূমিকা প্রশংসনীয়। তবে সরকারকে আরও বেশি চেষ্টা চালাতে হবে।
সিরিয়ার বিশাল অঞ্চল সন্ত্রাসীমুক্ত হওয়ার পর সেখানে শরণার্থীদের প্রত্যাবর্তন শুরু হয়েছে।সিরিয়ার সব শরণার্থীর ঘরে ফেরার পরিবেশ সৃষ্টি হচ্ছে। বিশ্বের ৪৫টি দেশে ৭০ লাখ শরণার্থী বাস করছে।