পাথেয় রিপোর্ট : সিলেটের ওসমানী নগরের জামেয়া দারুসসুন্নাহ গলমুকাপন মাদরাসার প্রাক্তন নাজিমে তালিমাত (শিক্ষাসচিব) মাওলানা আবদুল খালিক (কিয়ামপুরী হুজুর) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গলমুকাপন মাদরাসা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মরহুম মাওলানা কিয়ামপুরী হুজুর বার্ধ্যক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। শনিবার (১৫ ডিসেম্বর) ভোর ৮ টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। প্রবীন এ আলেমের জানাজা নামাজ শনিবার বাদ আসর কিয়ামপুরে অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
মরহুম মাওলানা আবদুল খালিক (কিয়ামপুরি হুজুর) হাজারো আলেমের শিক্ষক। তার রুহের মাগফিরাতের জন্য পরিবোরের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।