সীমান্ত পাড়ি দিতে গিয়ে ধরা খেল ৫ রোহিঙ্গা

সীমান্ত পাড়ি দিতে গিয়ে ধরা খেল ৫ রোহিঙ্গা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অবৈধভাবে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় পাঁচ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার যাদবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) মোহাম্মদ মেহেদী হাসান খান এই তথ্য জানান,

তিনি বলেছেন, কয়েকজন ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় পাঁচ নারী ও পুরুষকে আটক করা হয়। পরে তাদের পরিচয় যাচাই করে জানা যায়, কক্সবাজারের উখিয়া থানার মধুছড়া এলাকার রোহিঙ্গা ক্যাম্প হতে ভারতে যাওয়ার জন্য পালিয়ে এসেছে। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *