পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলতি সপ্তাহে নিজের বাড়িতে আত্মহত্যা করেন আইপিএস অফিসার গৌরব দত্ত। সম্প্রতি ভাইরাল হয়েছে গৌরব দত্তেনর একটি সুইসাইড নোট। যেখানে নিজের মৃত্যুর জন্য ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ি করেছেন ভারতের পুলিশের এই কর্মকর্তা।
এরই জের ধরে পুলিশ কর্মকর্তার মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করার দাবি করেছেন বিজেপি নেতা মুকুল রায়। মুকুল বলেন, বাংলায় এই প্রথম কোনো একজন (প্রাক্তন) আইপিএস অফিসার নিজের মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রী বা দলের নেতাকে দায়ী করলেন।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে বিধাননগরে নিজের বাড়িতে আত্মহত্যা করেন গৌরব। সেখান একটি সুইসাইড নোট রেখে যান তিনি। তাতে লেখা ছিল, অবসরকালীন বকেয়া মিটিয়ে না দিয়ে তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছেন মমতা। এ নিয়ে রাজনৈতিক আক্রমণের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যে সুইসাইড নোটটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে টাকা বাকি রাখা ছাড়াও গৌরবকে অবসরে যেতে কম্পালসারি ওয়েটিং বা বাধ্যতামূলক অপেক্ষায় রাখার কথা বলা হয়েছে। দীর্ঘ দিন অপেক্ষার পর ১৯৮৬ ব্যাচের এই আইপিএস অফিসার গত বছরের ৩১ ডিসেম্বর অবসর নেন। তখন থেকেই তার ভাতা বকেয়া রয়েছে বলে চিঠিতে দাবি করেন গৌরব।
রাজ্য সরকারের তরফে এ ব্যাপারে সরকারিভাবে কিছুই বলা হয়নি। তবে সূত্র বলছে, গৌরব যে সমস্ত বকেয়ার কথা জানিয়েছেন তার কোনোটাই তার প্রাপ্য নয় কারণ তিনি কম্পালসারি ওয়েটিং এ ছিলেন।
২০১০ সালে সামরিক বরখাস্ত হন গৌরব। তার বিরুদ্ধে ‘মারাত্মক’ অভিযোগ আনেন এক পুলিশ কনস্টেবলের স্ত্রী। তিনি বলেন, শারীরিক সম্পর্ক স্থাপনে রাজি না হওয়ায় তার স্বামীকে মারধর করেছেন গৌরব। তখন ৯ মাসের জন্য বরখাস্ত হন তিনি। ২০১২ সালে আবার তাকে ঘিরে বিতর্ক হয়। সে সময় আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।