সুখের জীবন কেমনে গড়ো | জালাল খান ইউসুফী
নতুন করে নতুন জীবন করলে শুরু তুমি
নতুন করে সাজিয়ে নিলে তোমার আবাস ভূমি।
ফুলরিং খাটে জাজিম তোষক নতুন সকল কিছু
ফেলে আসা দিনগুলো আজ সব হয়েছে মিছু।
তোমরা পারো মায়ার বাঁধন ছিন্ন করে যেতে
আদর সোহাগ ভালোবাসা নতুন করে পেতে।
নতুন করে গাঁথতে পারো বকুল ফুলের মালা
এক নিমিষে খুলতে পারো ব্লাউজ শাড়ি বালা।
প্রেম বিয়ে আর ঘর বাঁধাটা পুতুল খেলার মতো
ঘর বেধেছো ঘর ভেঙেছো ভাঙবে আরো কতো।
খেলাঘরের খেলায় মজে খেলছো স্বাদের খেলা
আজ বোঝনি বুঝবে সেদিন থাকবে না সেই বেলা।
না চেয়ে যা পেলে তুমি তাই হারিয়ে গেলে
অথচ তা কষ্ট ছাড়া খুব সহজে পেলে।
সহজ ভাবে যা পাওয়া যায় হেলায় হারাও তাকে
পেছন ফিরে তাকাও না সে যতই পিছু ডাকে।
গড়তে পারো হাতের সুখে পায়ের সুখে ভাঙো
লিপস্টিকে ঠোট দুটিকে নতুন করে রাঙো।
পারফিউমের মতো করে বদল করো প্রেম
অতীত স্মৃতি ভুলে গিয়ে খেলো নতুন গেম।
এ তোমাদের কেমন খেলা খেলছো জীবন নিয়ে
সুখের জীবন কেমনে গড়ো কাউকে ব্যথা দিয়ে?