সুষ্ঠু নির্বাচনের অগ্রগতি তিমিরাচ্ছন্ন : সংলাপ প্রসঙ্গে রিজভী

সুষ্ঠু নির্বাচনের অগ্রগতি তিমিরাচ্ছন্ন : সংলাপ প্রসঙ্গে রিজভী

পাথেয় রিপোর্ট : সাত দফা দাবির প্রতি সাড়া না দেওয়ার আওয়ামী অনড়তায় সুষ্ঠু নির্বাচনের অগ্রগতি তিমিরাচ্ছন্ন হয়েছে মন্তব্য করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীনদের অনড় অবস্থানের কারণে নির্বাচনের আগে বিরোধপূর্ণ রাজনৈতিক অবস্থানের মধ্যে সংলাপের উদ্যোগে যে ‘আশার’ সঞ্চার হয়েছিল তা ফিকে হতে শুরু করেছে।

সংলাপের পরদিন শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, গতকাল জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সরকারি জোটের সংলাপে সরকারের যে একগুয়ে মনোভাব, তা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য বড় ধরনের অশনি সংকেত।

সংলাপে মানুষের মনে যে আশাবাদ জেগে উঠেছিল, সংলাপ শেষে সেই আশার মুকুল ঝরতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।

গণফোরাম সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপে অংশ নেয় জাতীয় ঐক্যফ্রন্টের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল।

ওই বৈঠকে খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নির্বাচন কমিশন পুনর্গঠনসহ ঐক্যফ্রন্টের সাত দফা দাবি তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংলাপ শেষে রাতে এক সংবাদ সম্মেলনে কামাল হোসেন বলেন, এ আলোচনায় বিশেষ কোনো সমাধান তারা পাননি। আর জোটের সবচেয়ে বড় দল বিএনপির ফখরুল সাংবাদিকদের বলেন, আলোচনায় তারা সন্তুষ্ট নন।

নির্বাচন নিয়ে ভিন্ন অবস্থান থেকে আলোচনার জন্য জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকেই সংলাপের প্রস্তাব দেওয়া হয়েছিল। এতদিন আলোচনার প্রস্তাব নাকচ করে আসা শেখ হাসিনা অপ্রত্যাশিতভাবেই তাদের ডাকে সাড়া দিয়ে ‘সংবিধানসম্মত বিষয়ে’ আলোচনার জন্য ঐক্যফ্রন্ট নেতাদের গণভবনে আমন্ত্রণ জানান।

ঐক্যফ্রন্টের নেতাদের বক্তব্যে হতাশার সুর থাকলেও বৃহস্পতিবার রাতে গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু বলেছিলেন, বরফ গলতে শুরু করেছে।

আর আওয়ামী লীগের পক্ষে আনুষ্ঠানিক বক্তব্য দিতে এসে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিয়ে ঐক্যফ্রন্ট নেতাদের একটি দাবি ছিল। প্রধানমন্ত্রী তাদের বলেছেন, সভা-সমাবেশ, মত প্রকাশের স্বাধীনতা থাকবে। নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক রাখার বিষয়েও প্রধানমন্ত্রী একমত হয়েছেন।

তবে খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যে সাড়া মেলেনি, সংলাপে অংশ নেওয়া আওয়ামী লীগ সমর্থক আইনজীবী শ ম রেজাউল করিম বলেছেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আদালতের বিষয়, সরকারের নয়। আর নির্বাচন হবে সংবিধানে যেভাবে বলা আছে সেভাবে। বিষয়গুলো প্রধানমন্ত্রী আলোচনায় জানিয়ে দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *