সৌদি প্রিন্স তালাল বিন আব্দুল আজিজের ইন্তেকাল

সৌদি প্রিন্স তালাল বিন আব্দুল আজিজের ইন্তেকাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ আর নেই। জানা যায়, সৌদি আরবের বর্তমান রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা প্রয়াত বাদশাহ আব্দুল আজিজ ইবনে সৌদের ছেলে প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ ইন্তেকাল করেছেন। সৌদি রাজপরিবারের ৮৭ বছর বয়সী এই জ্যেষ্ঠ সদস্য কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন।

২২ ডিসেম্বর শনিবার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সৌদি রাজপরিবারের সদস্যরা ও সৌদি গণমাধ্যম। টুইটার পোস্টেও এ খবর জানানো হয়েছে। সৌদি আরবের বর্তমান বাদশা সালমান বিন আব্দুল আজিজের ভাই তিনি।

টুইটারে তার ছেলে প্রিন্স আব্দুল আজিজ বিন তালাল তার বাবার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। ধনকুবের বিনিয়োগকারী প্রিন্স আলওয়ালিদ বিন তালালের পিতা প্রিন্স তালাল সৌদি আরবের শাসক আল সৌদ পরিবারের সংস্কারের সরব সমর্থক ছিলেন।

২০১১ সালে সৌদি আরবের আনুগত্য পরিষদ থেকে পদত্যাগ করেন তিনি। এই পরিষদ দেশটির ভবিষ্যৎ বাদশা নির্ধারণের বিষয়টি দেখভাল করে। সৌদি নারীদের আরও অধিকার নিশ্চিত করা, তাদের গাড়ি চালানোর অধিকার দেয়া এবং রিয়াদের সামরিক ব্যয় নিয়ন্ত্রণের মতো পদক্ষেপগুলোর প্রতি সমর্থন জানিয়েছিলেন তিনি।

রোববার রাজধানী রিয়াদে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সৌদি রাজদরবার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *