স্বপ্ন স্বপ্নই | প্রফেসর ড. আহমদ আবুল কালাম

স্বপ্ন স্বপ্নই | প্রফেসর ড. আহমদ আবুল কালাম

স্বপ্ন স্বপ্নই, স্বপ্ন দ্বারা বাস্তবতা পরিমাপ করা যায় না, পার্থিব গুরুত্বপূর্ণ বা অগুরুত্বপূর্ণ কোন বিষয়ই স্বপ্ন দ্বারা সিদ্ধান্ত নেয়া যায়না, দুনিয়ার কেউই পার্থিব বিষয়ে স্বপ্ন দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করে না, আর ধর্মীয় বিষয়? বিশেষ করে ইসলামের ধর্মীয় বিষয়? ইসলামের দাবি হল নবী-রাসূলগণের (আ.) স্বপ্ন সত্য। সত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্বপ্ন। সত্য ইউসুফ আলাইহিস সালামের সিজদাজনিত স্বপ্ন। সত্য ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র সন্তান কুরবানী করার স্বপ্ন।

জৌনপুরের পীর সাহেব কিংবা সেরকম কোন ব্যক্তি তো নবী রাসুল (আ.) নন। তিনি নবী ইউসুফ (আ.) নন যে তার স্বপ্ন সত্য হবে!!! তিনি রাসুল ইব্রাহিম (আ) নন যে তার স্বপ্ন সত্য হবে!!! তার নিকট আল্লাহর পক্ষ থেকে ওহি আসেনা। ধর্মীয় সেক্টরে তার কথা বিশ্বাস করি কিভাবে? হ্যাঁ ওলী-আউলিয়া বা উঁচু স্তরের মুত্তাকীগণের ধর্মীয় স্বপ্ন বিশ্বাস করা যায়, যদি তা কোরআন-সুন্নাহ সমর্থিত হয়। অনুরূপ পার্থিব বিষয়ের স্বপ্নও বিশ্বাস করা যায়, যদি তা কমন সেন্স (common sense) বিজ্ঞান (science) প্রকৃতি (nature) প্রভৃতি সমর্থিত হয়, এককথায় বাস্তবসম্মত হয়।

সহিহ হাদিস থেকে জানা যায়, স্বপ্ন নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ। আরো জানা যায়, সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে দেখানো কিছুটা সত্য বা কিছুটা আল্লাহর ওহী জানা সম্ভব হয়। পাশাপাশি এটাও সহিহ হাদিস থেকে জানা যায় যে কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় এবং কিছু স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়। এটাও কোরআন ও সুন্নাহ থেকে জানা যায় যে, যে ব্যক্তি যতটা আল্লাহর প্রিয়, আল্লাহর অলি, শয়তান তাকে প্রতারিত করার জন্য ততটা সচেষ্ট থাকে।

একজন আল্লাহর ওলির স্বপ্ন যে সত্যিই আল্লাহর পক্ষ থেকে হয়েছে তা আমরা নিশ্চিত হব কিভাবে? হযরত মুহাম্মদ (সা), হযরত ইব্রাহীম (আ), হযরত ইউসুফ (আ.) প্রমুখ বড় মাপের নবী-রাসূল হওয়া সত্বেও তাদের নিজেদের দেখা স্বপ্ন সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আল্লাহ তাআলার পরবর্তী ওহী, পরবর্তী প্রাসঙ্গিক ঘটনা প্রবাহ প্রয়োজন হয়েছিল। অথচ যারা নবী রসূল নন, তারা কোন কিছু স্বপ্ন দেখলে তা কি তাৎক্ষণিকভাবে আমল করা শুরু হয়ে যাবে? কোরআন-সুন্নাহ কি তা কোনভাবে সমর্থন করে?

আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। আমীন আল্লাহুম্মা আমীন। আল্লাহর ওলীগণ যদি কোন ধর্মীয় বিষয়ে সম্পর্কে স্বপ্ন দেখেন এবং তা কোরআন-সুন্নাহ সমর্থিত হয় তাহলে তা মানা যায়। অনুরূপ পার্থিব বিষয়ে স্বপ্ন দেখলে তা প্রকৃতি কমনসেন্স ও বিজ্ঞান সমর্থিত হলে মানা যায়। অন্যথায় মানা যায় না। স্বপ্ন স্বপ্নই।

লেখক : ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *