স্বাধীনতার পথে মুসলিম অধ্যুষিত জনপদ বাংসামোরো

স্বাধীনতার পথে মুসলিম অধ্যুষিত জনপদ বাংসামোরো

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ২০১৯ সালের জানুয়ারি থেকে বিশ্ব মানচিত্রে নতুন মুসলিম দেশ হিসেবে স্থান পাবে ৯২ শতাংশ মুসলিম অধ্যুষিত মুসলিম জনপদ ‘বাংসামোরো’। বাংসামোরো ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলের অন্তর্ভূক্ত। মোরো সংক্ষিপ্ত নামে পরিচিত নতুন দেশটির মোট জনসংখ্যা ২ কোটি ৫৬ লাখ।

নির্যাতিত মুসলিম জনপদ বাংসামোরো পূর্ব এশিয়ার ফিলিস্তিন নামে সমধিক পরিচিত। লাখো মানুষ জীবনদানের মাধ্যমে দীর্ঘ ৫০ বছরের স্বাধীনতা আন্দোলন সংগ্রামে বিজয়ী হয়েছে মোরো জাতি। মুসলিম অধ্যুষিত অঞ্চল হওয়া বাংসামোরো’র দিকে নজর দেয়নি ফিলিপাইন সরকার। যে কারণে বাংসামোরো জনপদটি একেবারেই অনুন্নত।

দীর্ঘ আন্দোলন সংগ্রামে বিশ্বের কোনো দেশ সেভাবে সহযোগিতা না করলেও ফিলিপাইনের প্রেসিডেন্ট দুতার্তে আনুষ্ঠানিকভাবে ‘বাংসামোরো’কে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতির ঘোষণা দিয়েছেন।

খনিজসম্পদে সমৃদ্ধ বাংসামোরো নতুন মুসলিম জনপদের প্রধান হচ্ছে ড. মুরাদ ইবরাহিম। তরুণদের নিয়ে গঠিত হবে দেশটির প্রতিরক্ষা বিভাগ। নতুন বছরে বুঝা যাবে কোন দিকে মোড় নেয় স্বাধীনতাকামী মুসলিম জনপদ বাংসামোরো’র ভবিষ্যত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *