‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তির প্রাক্কালে জাতীয় বাজেট ঋণ নির্ভর হয়ে পড়েছে’

‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তির প্রাক্কালে জাতীয় বাজেট ঋণ নির্ভর হয়ে পড়েছে’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তির প্রাক্কালে বাংলাদেশের জাতীয় বাজেট ৩২.৮% ঋণ নির্ভর হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, সরকার দেশ পরিচালনার যোগ্যতা হারিয়েছেন। ২০২০-২১ অর্থ বছরের বাজেটে দেখা গেছে, অভ্যন্তরীণ ঋণ ১৯.৪% আর বৈদেশিক ঋণ ১৩.৪%। যা অভ্যন্তরীণ পুজিবাদী ও বৈদেশিক সংস্থাগুলোর কাছে সরকারকে নতজানু করে দেবে। সরকার আয়ের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা গ্রহণ না করে ঋণ করার মাধ্যমে জনসাধারণকে সুদ ও ঋণের চাপে জর্জরিত করার পরিকল্পনা করছে।

রোববার (২১ জুন) এক বিবৃতিতে মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এসব কথা বলেন।

মুফতী ফয়জুল করীম বলেন, সরকার ঋণের সিংহভাগ নেবে দেশীয় ব্যাংক থেকে। যার ফলে ব্যাংকগুলোতে তারল্য সংকট তৈরি হবে। ব্যাংকগুলো ব্যক্তিখাতে ঋণ প্রদানে অনুৎসাহি হবে। যারফলে বেসরকারি খাতে উৎপাদন ও বিনিয়োগ কমে যাবে। তিনি বলেন, সরকারকে পরিচালন ব্যয় কমিয়ে ও কম প্রয়োজনীয় প্রকল্প স্থগিত করে এবং আয়ের উপায় বাড়িয়ে এই ঋণ নির্ভরতা কমানোর পরিকল্পনা নিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *