পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে দক্ষিণ গুজরাটে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন শিক্ষার্থী নিহত ও ৪০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা যায়। গুরুতর আহত হয়েছে আরো অনেকে। শনিবার ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। দেশটির স্থানীয় এক সংবাদমাধ্যম জানায়, বাসটিতে ৫০ জন শিক্ষার্থী ছিলেন। তাদের প্রত্যেক্যের বয়স ১২-১৬ বছর।
শবরী ধাম থেকে ফেরার পথে দাং জেলায় মাহল-বারদিপাদা রুটে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনায় বাসটি ২০০ মিটার নিচে একটি খাদে পড়ে যায়। ‘ইন্ডিয়া টিভি’র খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় ৪০ জন শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কা জনক।
সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া টিভি