হাসান মাহমুদে উচ্ছসিত বিচারকরা

হাসান মাহমুদে উচ্ছসিত বিচারকরা

হাসান মাহমুদে উচ্ছসিত বিচারকরা

পাথেয় টোয়েন্টিফের ডটকম : বাংলাদেশের ক্রিকেটে এখন উজ্জ্বল সম্ভাবনার নাম হাসান মাহমুদ। ২১ বছর বয়সী এই পেসারকে নিয়ে স্বপ্ন দেখছেন জাতীয় দলের নির্বাচকেরা। তার মসৃণ অ্যাকশন, সহজাত গতি আর উইকট শিকারি প্রবণতা সবকিছুই আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পারফেক্ট। কয়দিন আগে উইন্ডিজের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয়েছে। এবার তিনি ডাক পেয়েছেন টেস্ট দলে। হাসান মাহমুদকে নিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন নির্বাচক হাবিবুল বাশার।

তরুণ এই পেসার হয়তো এই সিরিজেই টেস্ট ক্যাপ পাবেন না। তাকে নিয়ে ভবিষ্যতের ভাবনা জানালেন হাবিবুল, খুব বেশি প্রথম শ্রেণির ম্যাচ এই ছেলেটা খেলেনি, কিন্তু পরিণত হয়েছে অল্প সময়ের মধ্যে। আমাদের জন্য খুব ভালো একটা প্রতিভা। আমরা মনে করি, হাসান মাহমুদের কাছ থেকে অনেক ভালো কিছু আশা করতে পারি। বিশেষ করে আমরা যখন দেশের বাইরে খেলতে যাই, এ ধরনের পেসার আমাদের খুব দরকার, যাদের বলে বাড়তি পেস থাকে।

উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হাসানা মাহমুদের শিকার ৩ উইকেট। পরের ম্যাচেও ১ উইকেট নিয়েছেন। হাবিবুলের মতে, হাসান মাহমুদের কাছ থেকে সব সংস্করণেই ভালো কিছু পাবে বাংলাদেশ। তিনি আরও বলেন, ওর খুব ভালো ভবিষ্যৎ আছে। আমি মনে করি, বাংলাদেশ ক্রিকেট তার কাছ থেকে সাদা ও লাল বল, দুই দিক থেকেই ভালো সার্ভিস পাবে। এসব মাথায় রেখেই , ভবিষ্যতের কথা মাথায় রেখেই স্কোয়াডটা বড় করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *