পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভোলায় সদরের মেঘনা নদীতে সাগর নন্দিনী-২ নামের একটি তেলবাহী জাহাজের তলা ফেটে ডুবে যাওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। রোববার (২৫ ডিসেম্বর)ভোর ৪টার দিকে উপজেলার কাঠিরমাথা এলাকার মেঘনা নদীতে ‘সাগর নন্দিনী-২’ নামে জাহাজটি ডুবে যায়।
জীবিত উদ্ধার হওয়া জাহাজের নাবিকরা জানায়, শনিবার (২৪ ডিসেম্বর) রাতে ৯০০ টন লিটার তেল নিয়ে তেলবাহী জাহাজটি চট্রগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। ভোরে ভোলার তুলাতলী-সংলগ্ন মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে অপর একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় জাহাজটির তলা ফেটে যায়। এ সময় জাহাজে থাকা মাস্টার, শ্রমিকসহ ১৩ জনকে স্থানীয় জেলেরা উদ্ধার করে।
ডুবে যাওয়া জাহাজে থাকা তেলের মূল্য আনুমানিক নয় কোটি টাকা বলেও জানান তিনি।
জানতে চাইলে দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে গিয়ে মেশিনের মাধ্যমে নদীতে ছড়িয়ে পড়া তেল নিষ্কাশন করছে।
সংশ্লিষ্টরা জানায়, খুলনা ও চট্টগ্রাম থেকে উদ্ধারকারী নৌ-যান রওয়ানা দিয়েছে। ঘটনাস্থলে পৌঁছাতে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লাগবে। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে উদ্ধার কাজ শুরু করা যাবে বলে আশা করা যাচ্ছে।