পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে ভারতীয় টুরিস্ট ভিসা। আগামী ১৫ নভেম্বর থেকে টুরিস্ট ভিসা দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী।
মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে আখাউড়া চেকপোস্টের জিরো লাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
টুরিস্ট ভিসা চালুর ব্যাপারে জানাতে গিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও টুরিস্ট ভিসা চালু করছি আমরা। শুরুতে এক মাস মেয়াদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয়া হবে। তবে বিমানে যেতে হবে। ৩০ দিনের বেশি থাকা যাবে না। পর্যায়ক্রমে বিমানের পাশাপাশি স্থল ও রেলপথেও ভিসা দেয়া হবে।
সম্প্রতি দেশে সংঘটিত বিভিন্ন সাম্প্রদায়িক সহিংসতার ব্যাপারে প্রশ্ন করলে হাইকমিশনার বলেন, দুই দেশের সম্পর্ক অন্য যেকোনো সময়ের চেয়ে ভালো আছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে আমরা বাংলাদেশ সরকারের পদক্ষেপে সন্তুষ্ট।
এর আগে আখাউড়া স্থলবন্দর দুই দেশের শূন্য রেখায় ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। এ সময় দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।