২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি

১৮ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যামাজন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অনিশ্চিত অর্থনীতি এবং মহামারির সময় অতিরিক্ত কর্মী নিয়োগের কারণে এবার ১৮ হাজারের ওপরে কর্মী ছাটাই করবে অ্যামাজন। সম্প্রতি প্রতিষ্ঠানটির সিইও অ্যান্ডি জেসি তার কর্মীদের দেওয়া এক বিবৃতিতে বলেন, অ্যামাজন ১৮ হাজারের ওপরে কর্মী বাদ দেবে। নভেম্বরে জানানো পরিকল্পনার পরে আমরা নতুনভাবে এ সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে, গত নভেম্বরে প্রতিষ্ঠানটি ১০ হাজার কর্মী বাদ দেওয়ার ঘোষণা দেয়।

সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, এটি অ্যামাজনের মোট তিন লাখ কর্মীর অনুপাতে ছয় শতাংশ। সেই সঙ্গে এটি আমেরিকার প্রযুক্তি ক্ষেত্রে সবচেয়ে বড় কর্মী ছাটাইয়ের ঘটনা হবে।

জেসি বলেন, এই ছাটাইয়ের কারণে যে প্রভাব পড়বে সে বিষয়ে প্রতিষ্ঠানের নেতারা অবগত আছেন। বিষয়টিকে আমরা মোটেও হালকাভাবে নিচ্ছি না।

তিনি বলেন, যারা এ ঘটনার শিকার হবেন তাদের জন্য সেপারেশন পেমেন্ট, স্বাস্থ্য বিমা সুবিধা এবং বহির্মুখী চাকরির বিষয়ে অ্যামাজন সহায়তা করবে। ছাটাইয়ের একটি অংশ হবে ইউরোপে। ১৮ জানুয়ারি এটি জানানো হবে।

হঠাৎ এমন ঘোষণা দেওয়ার বিষয়ে তিনি বলেন, আমাদের মধ্যেকার একজন সদস্য অনাকাঙ্ক্ষিতভাবে এ তথ্যটি ফাঁস করে দিয়েছিলেন।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর পর্যন্ত অ্যামাজনে বিশ্বব্যাপী মোট কর্মীর সংখ্যা ১ দশমিক ৫৪ মিলিয়ন। এই সংখ্যাটি মৌসুমি কর্মীর হিসেবের বাইরে। কিন্তু ক্রমাগত মুদ্রাস্ফীতির কারণে গত বছরের শেয়ারের মূল্য অর্ধেকে নেমে আসে। এছাড়া প্রযুক্তির বাজারে যাদের বিজ্ঞাপনভিত্তিক ব্যবসার মডেল তাদেরও এই অর্থনৈতিক মন্দার কারণে বিজ্ঞাপনের জন্য বাজেট কমাতে হচ্ছে। অ্যামাজন ছাড়াও মেটা, টুইটারসহ আরও অনেক প্রতিষ্ঠান তাদের কর্মী ছাটাই করছে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com