৪১ ডিআইজিকে পদায়ন, চার মহানগরে নতুন কমিশনার

৪১ ডিআইজিকে পদায়ন, চার মহানগরে নতুন কমিশনার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পুলিশের ডিআইজি পদমর্যাদার ৪১ কর্মকর্তাকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গত ১১ মে ডিআইজি পদে তৃতীয় গ্রেডে ৩২ জনকে পদোন্নতি দেয় সরকার। এর মধ্যে পুলিশের বিসিএস ১৮তম ব্যাচের ১৬ জন এবং ২০তম ব্যাচের ১৬ জন রয়েছেন। ডিআইজি হিসেবে একসঙ্গে এত বেশিসংখ্যক পদোন্নতি বাংলাদেশ পুলিশের ইতিহাসে এই প্রথম।

পদোন্নতি পাওয়া ডিআইজিদের মধ্যে মোজাম্মেল হককে ঢাকা হাইওয়ে পুলিশে, মাহফুজুর রহমানকে ঢাকা হাইওয়ে পুলিশে, রেজাউল হককে ঢাকা পুলিশ স্টাফ কলেজে, মনির হোসেনকে পুলিশের বিশেষ শাখা—এসবিতে, মনিরুজ্জামানকে অ্যান্টি টেররিজম ইউনিটে, মো. মিজানুর রহমানকে ঢাকা নৌ-পুলিশে, পরিতোষ ঘোষকে খাগড়াছড়ির এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে, জয়দেব কুমার ভদ্রকে ঢাকা রেলওয়ে পুলিশে, কাজী জিয়া উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে, মো. গোলাম রউফ খানকে রাজশাহী পুলিশ একাডেমি, মাহবুব আলমকে ঢাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নে, শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে ঢাকা শিল্পাঞ্চল পুলিশে, শামীমা বেগমকে পুলিশের বিশেষ শাখা—এসবিতে, সালমা বেগমকে ঢাকা হাইওয়ে পুলিশে, মিরাজ উদ্দিন আহমেদকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে এবং এ কে এম এহসান উল্লাহকে রাজশাহী পুলিশ একাডেমিতে দায়িত্বে দেওয়া হয়েছে।

এ ছাড়াও রংপুরের রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্যকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি করা হয়েছে। তা ছাড়া আব্দুল আলিমকে রংপুর রেঞ্জ ডিআইজি, কৃষ্ণপদ রায়কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, মোল্লা নজরুল ইসলামকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, নূরে আলম মিনাকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, সাইফুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার করা হয়েছে। আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, মুনিবুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার, মো. আসাদুজ্জামানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার, সৈয়দ নুরুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এবং হারুন অর রশীদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।

তা ছাড়াও ডিআইজি পদে পদোন্নতি পাওয়া শাহ মিজান শাফিউর রহমানকে অ্যান্টি টেররিজমে ইউনিটে, এস এম মোস্তাক আহমেদকে পুলিশ সদর দপ্তরে, জিহাদুল কবিরকে ঢাকা শিল্পাঞ্চল পুলিশে, মো. ইলিয়াছ শরীফকে ঢাকা ট্যুরিস্ট পুলিশে, শাহ আবিদ হোসেনকে ঢাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নে, জামিল হাসানকে ঢাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নে এবং মো. মাহবুবুর রহমানকে ঢাকার হাইওয়ে পুলিশে, আনিসুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডিতে পদায়ন করা হয়েছে। আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, মো. হুমায়ন কবিরকে ঢাকার মিরপুর স্টাফ কলেজে, মোর্শেদুল আনোয়ার খানকে পুলিশ বু্যরো অব ইনভেস্টিগেশনে, ড. এ এফ এম মাসুম রব্বানীকে ঢাকার মিরপুর স্টাফ কলেজে, খন্দকার লুত্ফুল কবিরকে পুলিশ সদর দপ্তরে, সালেহ মোহাম্মদ তানভীরকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এবং আব্দুল কুদ্দুস আমিনকে পুলিশের বিশেষ শাখা—এসবিতে দায়িত্ব দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *