৫৬০টি মডেল মসজিদ স্থাপনে প্রধানমন্ত্রী প্রশংসার যোগ্য : ফাহাদ আল ওতাইবি

৫৬০টি মডেল মসজিদ স্থাপনে প্রধানমন্ত্রী প্রশংসার যোগ্য : ফাহাদ আল ওতাইবি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে ৫৬০টি মডেল মসজিদ স্থাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য দাবী করে সৌদি সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাহাদ আল ওতাইবি বলেছেন, ইসলাম প্রচারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রকল্পগুলো হাতে নিয়েছেন তার মাধ্যমে শুধু দেশে নয়, দেশের বাইরেও শান্তি প্রতিষ্ঠিত হবে। এই ৫৬০টি মডেল মসজিদ স্থাপনে শেখ হাসিনার পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।

রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন (ইফা) আয়োজিত ‘বিশ্ব শান্তির অন্বেষা- প্রকৃত দ্বীনি শিক্ষা ও দাওয়াত এবং দ্বীনের সুরক্ষা’ শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতায় ফাহাদ আল ওতাইবি এসব কথা বলেন।

২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি ধর্ম মন্ত্রণালয় পরিদর্শনকালে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি জেলা ও উপজেলায় লাইব্রেরি, গবেষণা কক্ষ, ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম, শিশুশিক্ষা কার্যক্রম এবং পুরুষ ও মহিলাদের পৃথক নামাজ কক্ষ, মেহমানদের আবাসন ব্যবস্থা, বিদেশি পর্যটকদের পরিদর্শনের ব্যবস্থা, হজযাত্রীদের প্রশিক্ষণ কার্যক্রম ইত্যাদি সুবিধাসহ মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণের জন্য নির্দেশনি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেছিলেন, ইতিমধ্যে আট হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেছিলেন, ২০১৮ সালের ৫ এপ্রিলে ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের’ আওতায় ৯টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আমি এ প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করি।

‘প্রতিটি জেলা-উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (প্রথম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি পরিদর্শনের জন্য চার সদস্যের সৌদি সরকারি প্রতিনিধি দল রোববার রাতে বাংলাদেশে আসেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন এই প্রকল্প বাস্তবায়ন করছে। সৌদি প্রতিনিধি দলের বাকি তিনজন হলেন- দেশটির ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি শাইখ আহমদ আলী রুমি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি তুর্কি আল আলাওয়ী এবং অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি মুতলাক আল কাহতানি।

সফরকারীরা সোমবার সকালে ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদ পরিদর্শন করেন। এরপর তারা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রীয় লাইব্রেরি, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর চত্বরে আয়োজিত ক্যালিওগ্রাফি প্রদর্শনী, গণশিক্ষা, ইমাম প্রশিক্ষণ ও দারুল আরকাম এবতেদায়ি মাদরাসার ডামি প্রদর্শনী পরিদর্শন করেন।

মতবিনিময় সভায় ইফার মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন। বাংলাদেশে সফররত চার সদস্যের সৌদি প্রতিনিধি দল সভায় আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় বজলুল হক হারুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ স্থাপন করছেন, তা অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশের সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি সৌদি সফরের ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও সুদৃঢ় রয়েছে।

তিনি বলেন, সৌদি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দেশটির বাদশাহ যে আন্তরিকতা, শ্রদ্ধা ও সম্মান দেখিয়েছেন তা বাংলাদেশের জন্য গর্বের বিষয়। বাংলাদেশে যে উন্নয়নের ধারা শেখ হাসিনা শুরু করেছেন, সেটিকে অব্যাহত রাখতে হলে এই সরকারের ধারাবাহিকতা প্রয়োজন বলে সৌদি বাদশাহ উল্লেখ করেছেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, প্রধানমন্ত্রীর উদ্ভাবিত ৫৬০টি মডেল মসজিদ স্থাপনের কনসেপ্ট যদি বিশ্ববাসী গ্রহণ করে তাহলে বিশ্বশান্তির পথ সুগম হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *