৬ এপ্রিল ঢাকা আসছেন মক্কা-মদিনার প্রধান দুই ইমাম

৬ এপ্রিল ঢাকা আসছেন মক্কা-মদিনার প্রধান দুই ইমাম

নিজস্ব প্রতিবেদক ● সরকারের আমন্ত্রণে ৬ এপ্রিল ঢাকা আসছেন পবিত্র মক্কার মসজিদুল হারামের ইমাম ড. শায়খ আবদুর রহমান আস সুদাইসি ও মদিনা শরীফের মসজিদে নববীর সিনিয়র ইমাম শায়খ ড. আলী বিন আবদুর রহমান আল হুযাইফি। সূত্র জানিয়েছে, সৌদি বাদশাহর অনুমোদনের পর চলতি বছরের ৬ এপ্রিলে আগমনের বিষয়ে চূড়ান্ত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন (ইফা) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের বিশেষ মেহমান হিসেবেই ঢাকা আসছেন মুসলিম উম্মাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ধর্মীয় ব্যক্তিত্ব।

ইফার দায়িত্বশীল পর্যায়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান গত ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি বৈঠকে মক্কা ও মদিনার দুই ইমামের ঢাকায় আনার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

ওই বৈঠকে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মো. আবদুল্লাহকে প্রধান করে একটি কমিটি গঠন করে দেন প্রধানমন্ত্রী। কমিটিতে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালসহ ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস-এর কয়েকজন সদস্য রয়েছেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকাস্থ সৌদি দূতাবাসের সঙ্গে কথা বলে দুই ইমামকে ঢাকায় আনার প্রক্রিয়া ও প্রয়োজনীয় আলোচনা শেষে চার সদস্যের প্রতিনিধি দল ৭ মার্চ আমন্ত্রণপত্র নিয়ে সৌদি আরব যান।

ওই প্রতিনিধি দলে ছিলেন- আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মো. আবদুল্লাহসহ আরও অনেকে।

ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস-এর সদস্য আলহাজ মিছবাহুর রহমান চৌধুরী জানান, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকায় কয়েক লাখ আলেম-উলামার সমাবেশ করতে চায়। মক্কা-মদিনার প্রধান দুই ইমামকে সেই সমাবেশেই অংশ নেওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়েছে।

অন্যদিকে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মো. আবদুল্লাহ বলেন, ‘মক্কা-মদিনার ইমামদের বাংলাদেশে আনার প্রস্তাবটি প্রধানমন্ত্রী খুব গুরুত্ব দিয়ে গ্রহণ করে এ বিষয়ে পদক্ষেপ নিতে একটি কমিটি করে দিয়েছেন। আমরা ঢাকাস্থ সৌদি দূতাবাসের সঙ্গে কথা বলে তাদের পরামর্শক্রমে সরাসরি সৌদি আরব যেয়ে ইমাম সাহেবদের দাওয়াত দিয়েছি। তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দাওয়াত গ্রহণ করেছেন।’

জঙ্গি তৎপরতা ও বিভ্রান্ত মতাদর্শ সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষে ইতোপূর্বে মক্কা-মদিনার ইমামদের ঢাকায় আনার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ওই চেষ্টা সফলতার পায়নি। এমতাবস্থায় মসজিদুল হারামের ইমাম ড. সুদাইসি ও মসজিদে নববীর ইমাম ড. আবদুর রহমান আল হুযাইফিকে বাংলাদেশে আনার উদ্যোগকে দলমত নির্বিশেষে আলেমরা বেশ ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।

বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদও মক্কা ও মদীনার দুই ইমামের আগমনকে বাংলাদেশের উন্নয়ন ও শান্তির জন্য মাইলফলক হিসেবে দেখছেন। তিনি বলেন, এ সফরের কারণে সৌদী আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, মসজিদুল হারামের ইমাম ড. সুদাইসি সুমধুর কোরআন তেলাওয়াতের জন্য মুসলিম বিশ্বে সুপরিচিত। ড. সুদাইসি এবার আরাফার ময়দানে প্রথমবারের মতো হজের খুতবা দিয়েছেন। সেই সঙ্গে গ্র্যান্ড মসজিদের ইমাম হিসেবে তিনি ইসলামে সন্ত্রাসবিরোধী অবস্থান নিয়ে সারাবিশ্বেই উচ্চকিত কণ্ঠ।

আর মসজিদে নববীর সিনিয়র ইমাম ড. আলী বিন আবদুর রহমান আল হুযাইফি আরব বিশ্বের একজন খ্যাতনামা কারি। শিক্ষাবিদ হিসেবে আরব বিশ্বে তার বেশ সুনাম রয়েছে।

বাংলাদেশে এই দুই ইমামের সফরকে কেন্দ্র করে ধর্মের নামে চলা সন্ত্রাস ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি পেতে পারে।

patheo24/mr

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *