পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঈদের দিন সুসংবাদ পেলো দেশবাসী। বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে দৈনিক শনাক্তের সংখ্যা নেমে এলো হাজারের নিচে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে ৮৪৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে আরও ২৬ জনের। ৭ সপ্তাহ পর মৃতের সংখ্যা ত্রিশের নিচে নামলো।
অবশ্য নমুনা পরীক্ষার সংখ্যাও আগের দিনের তুলনায় অর্ধেকে নেমে এসেছে। গত ২৪ ঘন্টায় সারা দেশে ৭ হাজার ৮৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে, আগের দিন এ সংখ্যা ছিল ১৩ হাজার ৪৭১টি।
গত এক দিনে নতুন আক্রান্তদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জনে। আর আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত বাংলাদেশে মৃত্যুবরণ করেছেন মোট ১২ হাজার ৭৬ জন।
সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ৮৫২ জন সুস্থ হয়ে উঠেছেন; এ পর্যন্ত সুস্থ মোট হয়েছেন ৭ লাখ ২০ হাজার ৪৭১ জন।