পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সময় কত দ্রুত বয়ে যায়! দেখতে দেখতে রহমতের দশক শেষ হয়ে মাগফিরাতের দশকও অর্ধেক পেরিয়ে গেল। আজ ১৪ রমজান—এই বরকতময় মাসের এক অনন্য দিন। রহমত, মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে প্রতিটি দিনই যেন নতুন এক সুযোগ এনে দেয়—আত্মশুদ্ধি, ইবাদত ও গুনাহ মাফের।
রমজান শুধু সিয়াম সাধনার মাস নয়, এটি ধৈর্য, সংযম ও আত্মশুদ্ধির প্রশিক্ষণও। এই মাসে কোরআন নাজিল হয়েছে, যা মানবতার জন্য দিকনির্দেশনা। রাসুল (সা.) বলেছেন, “যে ব্যক্তি রমজানে ঈমান ও সওয়াবের নিয়তে রোজা রাখে, তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।” (বুখারি, মুসলিম)
১৪ রমজান আমাদের মনে করিয়ে দেয়, সময় এখনো শেষ হয়নি। এখনো আমাদের হাতে সুযোগ আছে—
✅ ইবাদতকে বাড়িয়ে নেওয়ার
✅ তওবা করে গুনাহ মাফ করিয়ে নেওয়ার
✅ দান-সদকা ও জাকাতের মাধ্যমে গরিব-অসহায়দের পাশে দাঁড়ানোর
✅ কোরআনের শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করার
রমজানের প্রতিটি মুহূর্তই মূল্যবান। তাই দেরি না করে আল্লাহর রহমত লাভের আশায় আরও বেশি বেশি ইবাদত করা উচিত। আমরা যেন এই মাসের প্রতিটি দিনকে কাজে লাগাতে পারি এবং আল্লাহ আমাদের সবার রোজা কবুল করেন।
হে আল্লাহ! আমাদের রমজানের শেষ দিন পর্যন্ত ইবাদতে মনোযোগী রাখুন, আমাদের গুনাহ মাফ করুন এবং জান্নাতের পথ সুগম করে দিন। আমিন।