আবারো রাখাইন রোহিঙ্গাদের উপর সেনা অভিযান শুরু

আবারো রাখাইন রোহিঙ্গাদের উপর সেনা অভিযান শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশে বসবাসরত রোহিঙ্গা মুসলমানদের ওপর আবারও হামলা শুরু করেছে দেশটির সেনা সদস্যরা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মিয়ানমার সরকারের সেনারা পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলমানদের ওপর পুনরায় তাদের সামরিক অভিযান শুরু করেছে।

মিয়ানমার কর্তৃপক্ষের দাবি, গত সপ্তাহে রাখাইনের অন্তত চার পুলিশ স্টেশনে বিদ্রোহীদের হামলার পর এই সেনা অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় মিয়ানমার সরকারের নোবেল জয়ী নেত্রী অং সান সু চি এ বিষয়ে সামরিক প্রধানের সঙ্গে বৈঠক করেছেন।

পরে একইদিন রাজধানী নেইপিদোয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র জ হতয়ে বলেন, ‘প্রদেশে অবস্থান্তর বিদ্রোহীদের দমন করতে সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছে সু চি প্রশাসন।’

সরকারের এ মুখপাত্র আরও বলছেন, ‘সু চি, প্রেসিডেন্ট উইন মিন্ট এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সঙ্গে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক বিভিন্ন দিক নিয়ে বৈঠক করেছেন। সে সময় তাদের সঙ্গে সেনাপ্রধান মিন অং হ্লেইং এবং তার উপপ্রধান ও সেনা-গোয়েন্দা প্রধানসহ সামরিক নেতারাও উপস্থিত ছিলেন।’

সু চি প্রশাসনের এ কর্মকর্তা আরও বলছেন, ‘প্রেসিডেন্টের কার্যালয় থেকে সামরিক বাহিনীকে সন্ত্রাসীদের দমনের জন্য অভিযান শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।’

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও মানবাধিকার সংস্থাগুলো সংখ্যালঘু মুসলমানদের ওপর দমন অভিযানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাগুলো মিয়ানমার সরকারের প্রতি ওই দমন অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে।

বছর দেড়েক আগে রাখাইনের রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী এবং উগ্র বৌদ্ধদের অমানবিক হামলার ঘটনায় অন্তত ছয় হাজার রোহিঙ্গা মুসলমান নিহত হয়। আহত হয়েছিল ৮ হাজার এবং ১০ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম উদ্বাস্তুতে পরিণত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *