কাজী মুতাসিম বিল্লাহ’র সহধর্মিনীর ইন্তেকাল

কাজী মুতাসিম বিল্লাহ’র সহধর্মিনীর ইন্তেকাল

পাথেয় রিপোর্ট : শায়খুল ইসলাম মাদানি রহ.এর বিশিষ্ট শাগরেদ বাঙলাদেশের খ্যাতিমান আলেম আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহ. (১৯৩৩-২০১৩ইং) এর সহধর্মিনী খাদিজা খাতুন (৭৫) সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর মালিবাগের বাসায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার সকাল সাড়ে আটটায় মালিবাগ জামিয়ায় তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার ইমামতি করেন মালিবাগ জামিআর প্রিন্সিপাল আল্লামা আশরাফ আলী। বরেণ্য আলেম-উলামা ছাত্রসহ মহল্লার সর্বস্তরের লোকজনই এ জানাযায় অংশগ্রহণ করেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, জানাযার পর মরহুমার লাশ মাগুরা নিজ গ্রামে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। কাজী মুতাসিম বিল্লাহ রহ.এর স্নেহধন্য খাদেম জামিআ ইকরা বাংলাদেশের উস্তাদ মাওলানা শফিকুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজী মুতাসিম বিল্লাহ’র স্ত্রী মরহুমা খাদিজা খাতুন ছিলেন মাগুরার কলেজপাড়ার পীর হাজী আব্দুল হামীদের মেয়ে। ১৯৫৮ সালের ১২ জুন কাজী মু’তাসিম বিল্লাহ রহ.-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন খাদিজা।

চার ছেলে হাফেজ মাহবুব (৫৫) হাফেজ মাহমুদ (৫২) মাওলানা মানসূর (৪৫) মারুফ (৪২) ও এক মেয়ে (মৃত) ইয়াসমিন (৪৫) এর জননী খাদিজা খাতুন স্বামীর ইন্তেকালের ৫ বছর পর একই মাসে ২০১৮ সালের ২ জুলাই ইন্তেকাল করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *