পাথেয় ডেস্ক : সড়ক দুর্ঘটনায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানীর বাড্ডায় এক, সাভারে এক, চট্টগ্রামে তিন, ফরিদপুরের ভাঙ্গায় দুই, কিশোরগঞ্জে তিন, শেরপুরে এক ও গোপালগঞ্জের মুকসুদপুরে এক, ঝিনাইদহের মহেশপুরে একজন। এ ছাড়া রাঙ্গামাটিতে ট্রাকচাপায় আহত হয়েছেন অটোরিকশার পাঁচ যাত্রী।প্রতিনিধিদের পাঠানো খবর-
বাড্ডা : রাজধানীর বাড্ডার লিংক রোডে বাসের ধাক্কায় নিহত যুবকের নাম নাসির উদ্দিন টিটু (৩০)। পুলিশ ঘাতক বাস ও চালককে আটক করেছে। রোববার সকালে নারিকেলের ছোবড়া (খোসা) বোঝাই একটি ভ্যানের ওপর বসে ছিলেন টিটু। ভ্যানটি বাড্ডা লিংক রোড দিয়ে যাওয়ার সময় ড্রিমলাইন পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় টিটু ভ্যান থেকে ছিটকে পড়ে ওই বাসের নিচে চাপা পড়েন। পরে ঢামেক হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সাভার : ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে জাদুরচর এলাকায় ট্রাকচাপায় এক সিএনজিচালক নিহত হয়েছেন। একটি দ্রুতগতির ট্রাক সিএনজিকে চাপা দিলে চালক সিএনজির ভেতরে আটকে মারা যান সিএনজিচালক। পরে সিএনজি কেটে তার লাশ বের করা হয়। পুলিশ তার পরিচয় জানাতে পারেনি।
চট্টগ্রাম : চট্টগ্রামে মাইক্রোবাসের চাপায় নিহত হয়েছেন ফারদিন আহমেদ নামে এক কলেজছাত্র এবং অটোরিকশা চালক মো. হানিফ। ফারদিন নগরীর সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। তাদের বাসা জিইসি মোড়ের বাটাগলি এলাকায়। আর হানিফ হালিশহরের ব্রিকফিল্ড এলাকার মো. মোস্তফার ছেলে।শনিবার রাত ১২টার দিকে নগরীর পাঁচলাইশ থানার পাশে কিং অব কমিউনিটি সেন্টারের নিচে মাইক্রোবাসের নিচে চাপা পড়েন তারা। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয়। এ ছাড়াও কোতোয়ালি থানার রেলওয়ে অফিসার্স ক্লাব এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র আলমগীর হোসেন রিয়াদ নিহত হয়েছে।
ফরিদপুর : ঢাকা-মাওয়া-ভাঙ্গা বিশ্বরোডের ভাঙ্গার বামনকান্দা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত দু’জন হলেন হেলপার অহিদুল ইসলাম ও মো. নজরুল ইসলাম। শনিবার রাতে খুলনাগামী ফাল্গুনী পরিবহন পাথর ভর্তি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ সদর উপজেলার ডাউকিয়া এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় শিশুসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। রোববার কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার ডাউকিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গকডা মধুপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে রফিকুল ইসলাম, একই এলাকার আফসু মিয়ার ছেলে রুবেল মিয়া ও তার শিশুপুত্র শাহরিয়ার। কিশোরগঞ্জ থেকে তারা মোটরসাইকেলে কেন্দুয়ায় যাচ্ছিলেন।
মহেশপুর : মহেশপুরে ট্রাকের ধাক্কায় নিহত স্কুলছাত্রের নাম রেজওয়ান। রোববার সকালে উপজেলার ভৈরবা বাজারের মুড়োতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রেজওয়ান কাজিরবের ইউপির ডালভাঙা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। জানা যায়, ভৈরবা বাজারের মুড়োতলা নামক স্থানে দাঁড়িয়ে ছিল রেজওয়ান। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
মুকসুদপুর : মুকসুদপুরে নানাবাড়ি বেড়াতে এসে বাসের ধাক্কায় নিহত হল শিশু পাপ্পি দাস। রোববার সকাল ৭টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কদমপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পাপ্পি দাস ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা মহিলা রোড এলাকার শ্রীবাস দাসের মেয়ে। ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। সে খাবার কেনার জন্য রাস্তা পার হচ্ছিল।