পাঁচবোর্ডের সঙ্গে সংখ্যালঘুর আচরণ ঠিক নয় : আল্লামা মাসঊদ

পাঁচবোর্ডের সঙ্গে সংখ্যালঘুর আচরণ ঠিক নয় : আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : বেফাকুল মাদারিসিদদ্বীনিযা বাংলাদেশের চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, কেবল একটি বোর্ডই ন্যাশনাল নয়, সববোর্ডই জাতিয় বোর্ড। আমাদের বোর্ডের অফিসও ঢাকায়। বেফাকছাড়া বাকি পাঁচবোর্ডেরও প্রচুর মাদরাসা আছে রাজধানীতে। এ বোর্ডগুলোর সঙ্গে সংখ্যালঘুর আচরণ ঠিক নয়। সমান মর্যাদা দেয়া উচিত।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের খাগডহরে বেফাকুল মাদারিসিদদ্বীনিযা বাংলাদেশ তথা জাতীয় বেফাক আয়োজিত মতিবিনিময় সভায় প্রধান অতিথির আলোচনায় আল্লামা মাসঊদ এসব কথা বলেন।

সরকারি স্বীকৃতিকে একটা যথাযথ স্থানে পৌঁছানোর জন্য সববোর্ডের ঐকমত্য জরুরি। কোনো কারণে যেনো, কারও বিমাতাসুলভ আচরণের কারণে যেনো স্বীকৃতি থমকে না দাঁড়ায়।

মুফতি তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাইখুল হাদিস মাওলানা ইয়াহইয়া মাহমুদ প্রমুখ।

ছবি সংগ্রহ : আবদুল্লাহ আল আমিন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *