পাক প্রধানমন্ত্রীর উদ্দেশে মুফতী রফি উসমানির চিঠি

পাক প্রধানমন্ত্রীর উদ্দেশে মুফতী রফি উসমানির চিঠি

পাথেয় টোয়েন্টি ডটকম : সম্প্রতি ইমরান খান তার উপদেষ্টা পদে একজন প্রতিষ্ঠিত কাদিয়ানীকে নিয়োগ দেয়ার পর থেকে চারদিকে সমালোচনার ঝড় বইতে শুরু করে। তুমুল সমালোচনার মুখে পড়ে ইমরান খান একরকম বাধ্য হয়েই তিনজন বিজ্ঞ আলেমকে এবিষয়ে আলোচনার জন্য আহবান জানান। এদের মধ্যে রয়েছেন মুফতি মুহম্মদ রফি উসমানি হাফি.,মাওলানা যাহেদ আর-রাশেদি এবং মুফতি নাইম।

প্রসঙ্গত, গত কয়েকদিন আগে মুফতি রফি উসমানি হজের সফর থেকে ফিরেছেন। প্রায় আশির কোটার বয়সী মুফতি রফি উসমানির শারীরিক অবস্থা খুব একটা ভাল যাচ্ছে না। এদিকে প্রধানমন্ত্রী ইমরান খান শুধু একটি ইস্যুভিত্তিক আলোচনার আহবান জানিয়েছেন, তাই মুফতী রফি উসমানি চিঠির জবাবে বলেন-

“এমন একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলা আমিও অনেক জরুরি মনে করছি। তবে আপনার এই সংক্ষিপ্ত নোটিশে আমার জন্য ইসলামাবাদ আসা সম্ভব নয়। কারণ,বর্তমানে আমি শয্যাশায়ী। সম্ভব হলে অবশ্যই চলে আসতাম। আশাকরছি, অচিরেই আমি সুস্থ হয়ে যাবো ইনশাআল্লাহ। তারপর আপনার সাথে খতমে নবুওয়াতসহ অন্যান্য দ্বীনি সংকট নিয়েও আলোচনা হতে পারে।”

আল্লাহ তাআলা আপনাকে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি, আদর্শ ও পাকিস্তানের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে সিদ্ধান্ত নেয়ার এবং কাজ করার তাওফিক দিন। আমীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *