বিড়ম্বনা ফিরতি হজ ফ্লাইটেও

বিড়ম্বনা ফিরতি হজ ফ্লাইটেও

নিজস্ব প্রতিবেদক ● হজ যাত্রীদের বহনে বিড়ম্বনার ব্যর্থতা ফিরতি হজ ফ্লাইটেও।  বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু তা সম্ভব হয়নি। ফিরতি ফ্লাইটি ঢাকা পৌঁছে আড়াই ঘণ্টা বিলম্বে  রাত ৮টা ২০ মিনিটে। বাংলাদেশ এয়ারলাইন্সের তরফে বলা হয়েছে, বিমানের প্রথম ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু সৌদি আরবের জেদ্দা বিমান বন্দরে অতিরিক্ত যাত্রীর নিরাপত্তা তল্লাশিতে দীর্ঘসূত্রতার কারণে এ বিপত্তি হয়েছে। জানা গেছে,  বিমান বাংলাদেশের একটি এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ৩টি ফ্লাইটে হজ যাত্রীরা দেশে ফিরবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজ চলবে ৫ অক্টোবর পর্যন্ত। চলতি মৌসুমে বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়েছেন সর্বমোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন। ভিসা পেয়েও শেষ পর্যন্ত যেতে পারেননি ৩৬৭ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, সৌদি আরবের জেদ্দা বিমান বন্দরে অতিরিক্ত যাত্রী চাপে নিরাপত্তা তল্লাশিতে দীর্ঘসূত্রিতার কারণে এ বিপত্তি হয়েছে।

হাজিদের নিরাপদে ফিরিয়ে আনতে বিমানের সব ধরনের প্রস্তুতি রয়েছে। শাকিল মেরাজ বলেন, চলতি হজ মৌসুমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ৬৪ হাজার ৮৭৩ জন হজ যাত্রীকে নিরাপদে সৌদি আরবে পৌঁছে দিয়েছে। চলতি মৌসুমে বিমানের পূর্ব নির্ধারিত লক্ষ্য মাত্রা ৬৩ হাজার ৫৯৯ জন কিন্তু বিমান অতিরিক্ত ১ হাজার ২৭৪ জন হজ যাত্রী পরিবহন করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, হজ যাত্রী পরিবহনে বিমান নিজস্ব সুপরিসর বোয়িং ৭৭৭ উড়োজাহাজের পাশাপাশি ৪০৬ আসনের লিজে’র বোয়িং ৭৭৭-২০০ উড়োজাহাজ ব্যবহার করছে। হজযাত্রীদের সুবিধার্থে বিমান ঢাকা থেকে যাত্রার পূর্বে হজ যাত্রীদের ফিরতি ফ্লাইটের বোর্ডিং কার্ড দিয়ে দিয়েছে। ১৬৯টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরবেন। এছাড়া প্রত্যেক হাজির জন্য ৫ লিটার জমজমের পানি ঢাকায় নিয়ে আসা হয়েছে। হাজিরা দেশে ফিরলে তা প্রদান করা হবে, বলেও জানায় বিমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *