যুক্তফ্রন্ট ও ঐক্য প্রক্রিয়া নির্বাচনে আসবে, খবর অাছে

যুক্তফ্রন্ট ও ঐক্য প্রক্রিয়া নির্বাচনে আসবে, খবর অাছে

পাথেয় টোয়েন্টিফোর : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যুক্তফ্রন্ট ও ঐক্য প্রক্রিয়া নির্বাচনে আসবে, এমন খবর তাঁর কাছে আছে।

৩০ সেপ্টেম্বর রোববার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন কাদের।

জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন আর যুক্তফ্রন্টের আহ্বায়ক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। আগামী নির্বাচনকে ঘিরে এই দুজনের সাম্প্রতিক তৎপরতা আলোচনার জন্ম দিয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির পাশাপাশি রাজনীতির মাঠে আলোচিত জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারাও নানা কর্মসূচি দিচ্ছেন। আহ্বায়ক দুজনের মধ্যে কামাল হোসেন দেশের বাইরে। আগামী ৫ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা। ২৫ সেপ্টেম্বর রাতে যুক্তফ্রন্ট, জাতীয় ঐক্য প্রক্রিয়া ও বিএনপির নেতাদের বৈঠক শেষে যুক্তফ্রন্টের আহ্বায়ক বদরুদ্দোজা চৌধুরী জানিয়েছিলেন, আজ তাঁরা ময়মনসিংহে সমাবেশ করবেন। তবে গতকাল শনিবার যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার ময়মনসিংহে ডাকা সমাবেশ স্থগিত করা হয়।

যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়া এর আগে সংসদ ভেঙে দিয়ে নির্বাচনসহ পাঁচ দফা দাবি দিয়ে আজ রোববার পর্যন্ত আলটিমেটাম দিয়েছিল সরকারকে। নয়তো আন্দোলনের হুমকি দিয়েছিল তারা।

তবে আজ ওবায়দুল কাদের বলেন, আমার বিশ্বাস সবাই নির্বাচনে আসবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর অনেক কিছু ঠিক হয়ে যাবে। যুক্তফ্রন্ট ও ঐক্য প্রক্রিয়া নির্বাচনে আসবে, এমন খবরও আমাদের কাছে আছে।

যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সরকারকে যে আলটিমেটাম দিয়েছিল সে বিষয়ে তিনি বলেন, আন্দোলনের ঊর্মিমালা রাজপথে আছড়ে পড়বে না।

ওবায়দুল কাদের সম্প্রতি পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথা বলেন। আইনটি নিয়ে সাংবাদিকদের ভীত না হতে আহ্বান জানান তিনি। কাদের বলেন, আইনটির বিধিমালা হওয়ার পর এর অস্পষ্টতা দূর হয়ে যাবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সমালোচকরা আমাদের বড় বন্ধু। সমালোচনা থেকে আমরা নিজেদের সংশোধন করেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *