আগামী ৫০ বছরের ভেতর যুক্তরাষ্ট্রে সংখ্যালঘু হয়ে যাবে খ্রিস্টানরা

আগামী ৫০ বছরের ভেতর যুক্তরাষ্ট্রে সংখ্যালঘু হয়ে যাবে খ্রিস্টানরা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ১৯৯০ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিকদের খ্রিস্টান ধর্ম ত্যাগ করার প্রবণতা বেড়ে চলেছে। তবে অন্যকোনো ধর্মগ্রহণ করার চেয়ে ‘নাথিং ইন পার্টিকুলার’ বা সুনির্দিষ্ট কোনো ধর্মের অনুসারী নয় —নিজের ধর্ম পরিচয় এভাবে তুলে ধরতেই পছন্দ করছে তারা।

আর এমনটা চলতে থাকে তাহলে ২০৭০ সালের ভেতর সংখ্যালঘু জনগোষ্ঠীতে পরিণত হতে পারে যুক্তরাষ্ট্রের খ্রিস্টানরা। সম্প্রতি ওয়াশিংটন ভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় উঠে এসেছে এমনি তথ্য।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর)  সংবাদ সংস্থা দ্য গার্ডিয়ানে এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত গবেষণার ফলাফলে দেখা গেছে, খ্রিস্টধর্ম ত্যাগের সাম্প্রতিক হার অব্যাহত থাকলে ২০৭০ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের খ্রিস্টানরা সংখ্যালঘু জনগোষ্ঠীতে পরিণত হতে পারে।

আগামী ৫০ বছরে আমেরিকায় ধর্ম চর্চা কেমন হবে তা নির্ধারণ করতে এই সমীক্ষাটি চালায় মার্কিন সংস্থাটি।

সম্ভাব্য ফলাফল নির্ণয়ে চারটি ভিন্ন পরিস্থিতি তৈরি করেছেন গবেষকরা। এর তিনটিতে এমন ফলাফল পাওয়া গেছে। ২০২০ সালের জরিপে দেখা গেছে, ৬৪ শতাংশ মার্কিনি খ্রিস্টধর্মের অনুসারী, ৭ শতাংশ রয়েছেন অন্যান্য ধর্মাবলম্বী। এর বাইরে কোনো ধর্ম অনুসরণ করেন না এমন মার্কিনির সংখ্যা ৩০ শতাংশ।

গবেষণার ফলাফলে পিউ বলছে, বর্তমানে খ্রিস্টান ধর্মে বেড়ে ওঠা প্রায় এক তৃতীয়াংশ মার্কিনি ৩০ বছর বয়সে পৌঁছানোর আগেই খিস্ট্র ধর্মের প্রতি বিশ্বাস হারিয়ে ধর্মটি ত্যাগ করে। আর অতিরিক্ত সাত শতাংশ ৩০ বছর বয়সের পরে ধর্মটি ত্যাগ করে।

এমন পরিস্থিতি চলতে থাকলে ২০৭০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৪৬ শতাংশ খিস্ট্র ধর্মে থাকবে। অন্যদিকে ৪১ শতাংশ মার্কিনির কোনো ধর্ম থাকবে না। ফলে, যুক্তরাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ হিসেবে আর থাকবে না খ্রিস্টধর্ম।

সূত্র: একাত্তর, পিউ রিসার্চ সেন্টার ওয়েবসাইট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *