৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৪ হিজরি

আবারও নিউইয়র্ক-দিল্লি ফ্লাইটে সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ, গ্রেপ্তার ভারতীয়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কয়েক মাস আগে নিউইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে সহযাত্রীর গায়ে মূত্রত্যাগের অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। সেই ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা ভারতে। ফের একই কাণ্ড ঘটল নিউইয়র্ক-দিল্লি ফ্লাইটে। ঘটনাটি ঘটেছে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটে।

ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় এই কাণ্ড ঘটিয়েছেন। সহযাত্রীর সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে নাকি বচসায় জড়িয়ে পড়েছিলেন অভিযুক্ত ভারতীয় নাগরিক। এরপরই তিনি সেই সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেন।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে এএ২৯২ ফ্লাইটে। দিল্লিতে বিমানটি অবতরণ করার আগে পাইলটের পক্ষ থেকে বিমানবন্দর কর্তৃপক্ষকে এই ঘটনা সম্পর্কে অবগত করা হয়। এই আবহে গত রোববার রাত ৯টার সময় বিমানটি দিল্লিতে অবতরণ করলে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। এদিকে যে যাত্রীর সঙ্গে সেই ব্যক্তি বচসায় জড়িয়েছিলেন, তাকেও আটক করা হয়। পরে দুই যাত্রীকেই তুলে দেওয়া হয় দিল্লি পুলিশের হাতে।

দেশটির অসামরিক বিমান পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারার অধীনে দুই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। যদিও অভিযুক্ত যাত্রীর নাম এখনও প্রকাশ করা হয়নি বিমানবন্দর, এয়ারলাইন্স বা দিল্লি পুলিশের তরফে।

ঘটনা প্রসঙ্গে দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘যাত্রীদের অভব্য আচরণের বিষয়ে এয়ারলাইন্সের কর্মীদের পক্ষ থেকে অভিযোগ জানানো হলে পদক্ষেপ নেয়া হয়েছে। বিমানের বাকি যাত্রীদের বয়ান নেওয়া হচ্ছে। তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ চলছে। এদিকে যে যাত্রীর গায়ে মূত্রত্যাগ করা হয়েছে, তিনি পৃথকভাবে একটি অভিযোগ দায়ের করেছেন।’

এর আগে এয়ার ইন্ডিয়ার বিমানে এক বৃদ্ধার গায়ে মূত্রত্যাগ করেছিলেন এক ভারতীয় নাগরিক। এরপর গত মাসেই আমেরিকার এয়ারলাইন্সের এক ফ্লাইটে ভারতীয় এক শিক্ষার্থী সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ করেছিলেন। তবে সেক্ষেত্রে অভিযুক্ত শিক্ষার্থী ক্ষমা চেয়ে নেওয়ার পরে তার সহযাত্রী অভিযোগ দায়ের করেননি। যদিও বিমানকর্মীরা পাইলটকে বিষয়টি জানান। এবং পাইলট তা এয়ার ট্রাফিক কন্ট্রোলে জানান। পরে গ্রেপ্তার করা হয় তাকে। দিল্লির সেই শিক্ষার্থী আমেরিকায় পড়াশোনা করতেন।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com