আহা আহা প্রিয়া সাহা
ফারুক নওয়াজ
আহা আহা প্রিয়া সাহা পাচ্ছি ভেবে কষ্ট ..
ভাবছি শুধু হয় কখনো মানুষ এত নষ্ট ?
যদু-মধু-রহিম-করিম-জন-বড়ুয়া সব্বাই..
এই মাটিতে জন্ম বলে ভাবি আমরা সব ভাই।
পাশের দেশে মুসলমানের গুষ্টি হচ্ছে সাব্বাড়..
ওসব নিয়ে এদেশবাসীর সময় নেই তো ভাববার।
সাহা, রাহা, রায়, বড়ুয়া, যোশেফ, আবুল, বাচ্চু..
নিজের মতো খাচ্ছি-দাচ্ছি, দিচ্ছি সুখে হাচ্চু।
ধর্ম যার-যার কর্ম আসল– রাষ্ট্রনীতি এই তো-
আমরা সবাই একবাঙালি– বিকল্প এর নেই তো!
এইদেশেতে সাহা-রাহা-মিত্র-সিংহ- গুণও..
বিচারপতি, মন্ত্রি-সচিব হচ্ছে পুনঃ-পুনঃ..
কাব্য লিখে পাচ্ছে নগদ নজরানা ও স্বর্ণ-
যোগ্যতাতেই পাচ্ছে এসব– মিথ্যা না এক বর্ণ।
মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান– নেই কোনো বৈষম্য;
তারপরেও তোমরা কেন চাগিয়ে ধরো ধম্ম?
আহা আহা প্রিয়া সাহা– কী কাহিনি করলে..
শেষকালে ওই ট্রাম্পবাবাজীর হাতটা চেপে ধরলে?
মোদির কাছেই যেতে নাহয়– কাছেই ছিল দেশটা–
দেশের ক্ষতি করতে তোমার সফল হতো চেষ্টা।
খাচ্ছ দেশের, পরছ দেশের, পাচ্ছ গোপন চান্দা-
চড়ছ কোটি-মূল্য গাড়ি, করছ নানান ধান্দা।
তারপরেও দেশটা নিয়ে এত্তো বড় মিথ্যে..
জানি না কোন নষ্ট খেয়াল দুলছে তোমার চিত্তে?
আহা আহা প্রিয়া সাহা, কও-না তুমি ঠিক কার?..
ভ্রষ্টা তুমি তোমায় জানাই লক্ষকোটি ধিক্কার!
২০.০৭.২০১৯