পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেন যুদ্ধ সহজে থামবে না। যদিও এরই মধ্যে বেশ কয়েকবার কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনার চেষ্টা করা হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) তুরস্কের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।
রাজধানী আঙ্কারায় বছরের শেষ ব্রিফিংয়ের সময় তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর সাংবাদিকদের বলেন, এটা বলা ভুল হবে না যে, আমাদের সদিচ্ছা ও যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও এই সংঘাত ২০২৩ সালেও চলবে।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে আসছে তুরস্ক। এক্ষেত্রে সফলতাও দেখেছে দেশটি। কারণ কৃষ্ণসাগর দিয়ে খাদ্য রপ্তানি ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তাছাড়া দুই দেশের মধ্যে যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে তা থামাতেও তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আকর বলেন, আমরা যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছি, অন্তত মানবিক ক্ষেত্রে হলেও। পরে না হয় স্থায়ী যুদ্ধবিরতি বা শান্তি আলোচনা হবে।
ইউক্রেনের খেরসনে ব্যাপক গোলাবর্ষণ করেছে রাশিয়ার সেনাবাহিনী। শনিবারের (২৪ ডিসেম্বর) এই হামলায় সাতজনের প্রাণহানি হয়েছে। তাছাড়া আহত হয়েছেন ৫৮ জন। তাদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
খেরসন অঞ্চলের প্রসিকিউটর অফিস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে জানিয়েছে, রুশ হামলায় অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।