৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

ইয়েমেনে পদদলিত হয়ে ৭৮ জনের মৃত্যু

ফাইল ছবি : আট বছরের যুদ্ধে ইয়েমেনের বিরাট অংশ এখন ধ্বংসস্তূপ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রমজানে সহায়তা বিতরণের সময় ইয়েমেনের রাজধানী সানার একটি স্কুলে পদদলিত হয়ে কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন। শহরের বাব-আল-ইয়েমেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর সেখানে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। ২০১৫ সালে সরকারকে উৎখাত করার পর থেকে হুথি বিদ্রোহীরা শহরটি পরিচালনা করছে।

রয়টার্স জানিয়েছে, স্কুলটিতে জনপ্রতি ৯ ডলারের সহায়তা দেওয়ার কথা ছিল। এ অনুদান গ্রহণের জন্য শত শত মানুষ স্কুলে ভিড় করেছিল।

সানার এক স্বাস্থ্য কর্মকর্তা জানান, আহতদের মধ্যেও ১৩ জনের অবস্থা গুরুতর।

দু’জন প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে, হুথি যোদ্ধারা ভিড় নিয়ন্ত্রণের চেষ্টায় ফাঁকা গুলি চালিয়েছিল। দৃশ্যত একটি বৈদ্যুতিক তারে গুলি আঘাত করেছিল, যার ফলে একটি বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্কিত হয়ে লোকজন ছোটাছুটি করলে দুর্ঘটনা ঘটে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিতরণ সংশ্লিষ্টদের আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

২০১৫ সালে হুথিরা দেশের পশ্চিমের বিশাল অংশের নিয়ন্ত্রণ দখল নেয়। এতে সরকারের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। ফলাফল, ইয়েমেন পরিণত হয় ধ্বংসস্তূপে।

গত সপ্তাহে ইয়েমেনে যুদ্ধরত পক্ষের মধ্যে একটি বড় বন্দি বিনিময় হয়েছে। একে দীর্ঘ আট বছরের বিধ্বংসী সংঘাত অবসান ঘটানোর প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com