পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমীন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি ঘোষণা দিয়েছেন, তার দল আগামী নির্বাচনে কট্টর হিন্দুত্ববাদী যোগি আদিথ্যনাত শাসিত ভারতের উত্তরপ্রদেশে ১০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
শুক্রবার (২৭ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভ-এ ‘শিখর সম্মেলন-উত্তর প্রদেশ’-শীর্ষক বিশেষ টকশোতে এ ঘোষণা দেন তিনি।
মুসলিমদের উত্তর প্রদেশে ক্ষমতায় আনার কথা জানিয়ে ওয়াইসি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে রাজ্যের মুসলিমদের ক্ষমতায়ন করা। উত্তরপ্রদেশে আমাদের দল ১০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে।
মুসলিমরা আজ অত্যাচারের শিকার মন্তব্য করে তিনি বলেন, আমি ইউপিতে (উত্তরপ্রদেশ) বিজেপিকে পরাজিত করতে চাই। রাজ্যে মুসলিমদের বিরুদ্ধে যা হচ্ছে তা সহ্য করা যায় না। ইউপিতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে।
ওয়াইসি বলেন, ইউপিতে সব দলই মুসলিমদের বিষয়ে কথা বলতে ভয় পায়। মায়াবতী এবং অখিলেশ একঙ্গে নির্বাচন লড়েছেন, কিন্তু তাদের নিজস্ব ভোটাররা পালিয়ে গেছে। তাদের ভোট ব্যাংক কখনো মুসলিম