উন্নয়নের বাধা | ফারুক নওয়াজ

উন্নয়নের বাধা | ফারুক নওয়াজ

উন্নয়নের বাধা | ফারুক নওয়াজ

জয়জয়কার শেখ হাসিনার; বিশ্বসেরা নারী..
তাঁকে নিয়েই আমরা তো আজ গর্ব করতে পারি।

শূন্য থেকে পূর্ণতাতে দেশকে নিলেন টেনে..
মংগা-অভাব তাড়িয়ে’– দিলেন সচ্ছলতা এনে।

আজকে দেশে কেউ ভুখা নেই, সবাই আছে চামে..
উন্নয়নের দুলকি ছোটে শহর থেকে গ্রামে।

শহর জুড়ে উড়াল সেতু, হাজার গাড়ির সারি..
পদ্মাসেতু পাঁচ মিনিটে পৌঁছে দেবে বাড়ি।

কদিন পরেই মেট্রোরেলে ঘুরব আরাম করে..
হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে ফিরবে না কেউ ঘরে।

চতুর্দিকে জ্বলছে কত উন্নয়নের আলো;
দুঃখ তবু সেইসাথে আজ যায় বেড়ে জঞ্জালও।

গামলামুখো আমলা-পুলিশ, দুদক, ভূমি, ডিসি..
করছে দেদার আকাম-কুকাম; দিচ্ছে সবাই ছি-ছি!

চলছে তুমুল ঘুষের মিশন, দুর্নীতি, তস্করি..
ঠেকিয়ে দিতে চাচ্ছে ওরা উন্নয়নের তরী।

রাজনীতিও তালহারা আজ নেইতো কোনো নীতি…
গঞ্জে-গাঁয়ে নষ্টনেতা, চামচা-চ্যালার ভীতি।

চলার পথে থাকলে পড়ে উষ্ঠা মারা উপল’–
দেশের মানুষ কেমনে পাবে উন্নয়নের সুফল?

ওরাই ছিল জাতির পিতার চলার পথের বাধা..
ওদের নিয়ে উন্নয়নের মিথ্যে গলা সাধা।

ঝেঁটিয়ে ওদের না তাড়ালে বাধিয়ে দেবে ল্যাঠা..
জাতির পিতার কন্যা তোমায় পারতে হবে এটা!

১৪.০৯.২০১৯

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *