১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি

কাবায় শিশুদের খুঁজে পেতে বিশেষ ডিজিটাল ব্রেসলেট চালু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র কাবা শরিফ তথা মসজিদুল হারামে রমজানের শেষ দশকের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বড়দের সাথে অসংখ্য শিশুও মসজিদুল হারামে এসে থাকে। বিস্তৃত পরিসরের এই মসজিদে এবার শিশুদের খুঁজে পাওয়ার জন্য বিশেষ ডিজিটাল ব্রেসলেট চালু করা হয়েছে।

রমজান মাস উপলক্ষে প্রতিনিয়ত বাড়ছে ওমরাহ পালনকারীদের সংখ্যা। তাই আগত মুসল্লিদের অভ্যর্থনা জানাতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে জেনারেল প্রেসিডেন্সি বিভাগ।

বিশেষ করে মসজিদে আগত শিশু দর্শনার্থী ও মুসুল্লিদের জন্য ডিজিটাল ব্রেসলেট কার্যক্রম চালু করেছে জেনারেল প্রেসিডেন্সি বিভাগ। ভিড়ের মধ্যে শিশুদের হারিয়ে যাওয়া প্রতিরোধ করতে ও তাদের সহজে শনাক্ত করতে এ কর্মসূচি নেয়া হয়েছে। বিশেষ এ ব্রেসলেটের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শিশুর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হবে। এতে শিশুর অভিভাবকদের ফোন নাম্বারও যুক্ত করে নেয়া যাবে। মসজিদের প্রধান ফটকসমূহ, বাব আল-মালিক আবদুল আজিজ, বাদশাহ ফাহাদ এক্সটেনশন ও বাবুস সালাম ইত্যাদি প্রবেশপথে স্বয়ংক্রিয় এ ব্রেসলেটটি পাওয়া যাবে। খবর সৌদি গ্যাজেটের।

মুসলমানদের প্রধানতম এই মসজিদে প্রকৌশল ও প্রযুক্তিগত সেবাসহ মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ও সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়। এবার মসজিদের ‘থার্ড সৌদি এক্সটেনশন’ অংশটিও মুসল্লিদের জন্য প্রস্তুত থাকবে।

এদিকে রমজানের শেষ দশক শুরু হওয়ার আগেই মসজিদুল হারামে এখন ওমরাহ পালনকারী ও মুসল্লিদের উপচেপড়া ভিড় তৈরি হয়েছে। তাই ভিড় কমাতে মসজিদের সব ফটক ও প্রবেশপথ খুলে দেয়া হয়েছে।

এদিকে গত ১৭ রমজান রাতে পবিত্র মসজিদুল হারামে ১০ লাখের বেশি মুসল্লি ও ওমরাহ পালনকারী এসেছেন বলে জানা গেছে। মুসল্লিদের উন্নত সেবা দিতে পাঁচ হাজারের বেশি নিয়মিত যান ও তিন হাজার ইলেকট্রিক যানের ব্যবস্থা করা হয়েছে। মাঠপর্যায়ের কর্মী দেখাশোনা করতে নিয়োগ দেয়া হয়েছে দুই শতাধিক সুপাইভাইজার। মসজিদ প্রাঙ্গণ জীবাণুমুক্ত রাখতে প্রতিদিন তা ১০ বার পরিষ্কার করা হয়।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com