কাহিনি পাতায় পাতায় | ফারুক নওয়াজ

কাহিনি পাতায় পাতায় | ফারুক নওয়াজ

কাহিনি পাতায় পাতায়

ফারুক নওয়াজ

যখনই বনের দিকে একাকী পা বাড়াবে..
তখনই নতুন নতুন অজানা গল্প পাবে..

কী-যে এক মায়ার টানে দেবে মন পাখনা মেলে:
কাহিনি পাতায় পাতায়, সোনালু, আকাশবেলে।

কাহিনি তিনিশ ফুলে- বহেড়া, কুরচি, ওটে..
কাহিনি আয়াপানে, আপাঙে, জারুল, বটে…
কাহিনি ঘটছে কত উদাসি হাওয়ায়-হাওয়ায়;

তুমিও উড়বে তখন মুঠোতে স্বর্গ পাওয়ায়্।

কিছুটা উদাস হবে, কিছুটা রোমাঞ্চিত…
কিছুটা বাস্তবতা, কিছুটা স্বপ্নাতীত..

আবেগে দুলোক-ভূলোক সহসা গুলিয়ে যাবে;
মায়াবী বনের ছায়া মায়াতে দুলিয়ে যাবে।

যখনই বনের মাঝে নিজেকে হারিয়ে দেবে..
নিঝুম নির্জনতা দুহাত বাড়িয়ে দেবে।

মউল ও ফলসা তলে হাজারো ভুরুই পাখি..
জমিয়ে জলসা করে- কোথাও নেই চালাকি।

খোড়লে খোড়লপেচা- তাকাবে মুখ উচিয়ে..
বেজিটা ঘাড় ঘুরিয়ে লুকোবে ভুলুক দিয়ে।

দুপুরে বনের ভেতর নীরবে একলা যাবে-
বাহারী বনের জাদু তোমাকে তাক লাগাবে।

বথুয়া শাকের ঘ্রাণে তাকাবে পেছন ফিরে..
মথুরা ময়ূর তখন ছড়াবে পাখনা ধীরে..

বাতাসে নেবুফুলের মাযালু সুবাস মাখা-
তখন আর হৃদয়টাকে যাবে না আটকে রাখা।

শহুরে হট্টগোলে আছে সব বাস্তবতা;
কাটাতে একঘেয়েমি বেছে নাও নির্জনতা।

স্নিগ্ধ কুঞ্জলতা জড়াবে মায়ার কাথায়..
কাহিনি বেতস-ঝোপে, কাহিনি পাতায় পাতায়।

27.08.2019

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *